Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দেহ উদ্ধার গঙ্গায় তলিয়ে যাওয়া দুই কিশোরের

বৃহস্পতিবার বিকেলে কাশীপুরের কাছে উত্তর বন্দর থানার দেবেন্দ্রবালা ঘাটের সামনে গঙ্গায় স্নানে নেমেছিল ওই দুই কিশোর। কাছেই ঘাটের ঢালে দাঁড়িয়ে ছবি তুলছিল তাদেরই দুই বন্ধু।

মাছ ধরার জাল ফেলে উদ্ধার করা হচ্ছে নিখোঁজ এক কিশোরের দেহ। শুক্রবার। নিজস্ব চিত্র

মাছ ধরার জাল ফেলে উদ্ধার করা হচ্ছে নিখোঁজ এক কিশোরের দেহ। শুক্রবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫৯
Share: Save:

টানা তল্লাশি চালিয়ে কাশীপুরের দেবেন্দ্রবালা ঘাট থেকে গঙ্গায় তলিয়ে যাওয়া আরিয়ান কর (১৪) এবং রাহুল মণ্ডলের (১৭) দেহ উদ্ধার করল পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে কাশীপুরের কাছে উত্তর বন্দর থানার দেবেন্দ্রবালা ঘাটের সামনে গঙ্গায় স্নানে নেমেছিল ওই দুই কিশোর। কাছেই ঘাটের ঢালে দাঁড়িয়ে ছবি তুলছিল তাদেরই দুই বন্ধু। হঠাৎ জোয়ার এলে জলের টানে তলিয়ে যায় আরিয়ান ও রাহুল। তার পর থেকেই দফায় দফায় ওই দুই কিশোরের খোঁজে গঙ্গায় ডুবুরি নামে। কিন্তু রাতভর কোনও খোঁজ মেলেনি তাদের। শুক্রবার সকালে ফের এক দিক থেকে ডুবুরি এবং অন্য দিক থেকে স্থানীয় কয়েক জন জেলের সাহায্য নেয় পুলিশ। দু’দিক থেকে তল্লাশি চালিয়ে সকাল সাড়ে ৮টা নাগাদ এক জেলে ও তাঁর ছেলে এক কিশোরের দেহ খুঁজে পান। পুলিশ কিশোরদের পরিজনেদের খবর দিলে তাঁরা সেখানে গিয়ে রাহুলের দেহ শনাক্ত করেন। তবে আরিয়ানকে তখনও খুঁজে পায়নি পুলিশ। পরে ফের বিকেলের দিকে ডুবুরিরা গঙ্গায় নামেন। এ দিন বিকেল ৫টা নাগাদ বিদ্যাসাগর সেতুর নীচ থেকে উদ্ধার হয় আরিয়ানের দেহ।

বৃহস্পতিবার কী করে দুই কিশোর তলিয়ে গেল, তা নিয়ে যদিও এখনও সন্দেহ রয়েছে তদন্তকারীদের মধ্যে। প্রাথমিক ভাবে পুলিশ বৃহস্পতিবার জানিয়েছিল দুই কিশোর গঙ্গার ঘাটের ঢালে দাঁড়িয়ে ছবি তুলছিল। অন্য দু’জন জলে নেমে স্নান করছিল। আর তখনই জলের তোড়ে দু’জনে ভেসে যায়।

যদিও পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, মোবাইলে কোনও ভিডিয়ো তোলার জন্য ওই ঘাটে গিয়েছিল পাঁচ জন কিশোরের দলটি। এদের মধ্যে চার জন গঙ্গায় কোমর জলে নামে আর এক জন ঘাটে দাঁড়িয়ে বাকিদের ছবি তুলছিল। তখনই ঘটে দুর্ঘটনা। জলের টানে তিন জন তলিয়ে যায়। ঘাটের কাছে থাকা লোকজন সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন তাঁদের বাঁচাতে। এক জনকে উদ্ধার করে তুলেও আনা হয়, কিন্তু আরিয়ান এবং রাহুল তলিয়ে যায়। এর পরেই খবর যায় পুলিশে। উত্তর বন্দর থানার পুলিশ ও রিভার ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই কিশোরের খোঁজে ডুবুরি নামায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Youth Ganges Diver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE