বন্দিদের মারামারিতে উত্তেজনা ছড়াল প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে। এমনকি, সেখানে ধারালো সামগ্রীর ব্যবহার হয়েছে বলেও খবর।
রবিবার সকালে সংশোধনাগারের ক্যান্টিনের ঘটনা। জেল সূত্রে খবর, গিরিশ পার্ক গুলি-কাণ্ডের অভিযুক্ত গোপাল তিওয়ারির শাগরেদ বলে পরিচিত রাজা শর্মার সঙ্গে গোপালের ‘ঘনিষ্ঠ’ কিশোর পাসোয়ানের গোলমাল বাধে। দু’পক্ষের মারামারিতে ব্যবহৃত টিনের ধারালো অংশের আঘাতে আহত হন রাজা।
সূত্রের খবর, টিনের ড্রাম কিংবা বালতির ভাঙা অংশই সম্ভবত ছুরির মতো কাজ করেছে। তবে অন্য বন্দিরা কিশোরকে নিরস্ত্র করতে সচেষ্ট হন। তাতে পরিস্থিতি শান্ত হয়। রাজা এবং কিশোর দু’জনেই গোপালের ঘনিষ্ঠ হলেও বর্তমানে তাঁরা আলাদা।
বন্দিদের একাংশের দাবি, সম্প্রতি সংশোধনাগারে তুলনায় ‘প্রভাবশালী’ কিশোর। তা বোঝাতেই এ দিন তিনি মারমুখী হন। আর অতীতকে পিছনে ফেলতে রাজা ‘শান্ত’ হতে চাইছেন বলে খবর। জেল কর্তৃপক্ষের দাবি, যা রটেছে, ঘটনা ততটা দূর গড়ায়নি। তার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
২০১৫ সালে পুরসভার ভোটের দিন গিরিশ পার্কে গুলি চলেছিল। আহত হয়েছিলেন কলকাতা পুলিশের এক সাব-ইনস্পেক্টর। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রাজারা।