Advertisement
০৩ মে ২০২৪
West Bengal Lockdown

সাবধান হবেন কী ভাবে, পথে নেমে পরামর্শ মমতার

প্রায় ১৫ মিনিটের বক্তৃতায় এলাকাবাসীর উদ্দেশ্যে মমতা জানান, নিজেদের পাশাপাশি পরিবার ও পড়শিদের সুরক্ষার কথা ভেবেই শারীরিক দূরত্ব-বিধি মেনে চলতে হবে।

গাড়িতে বসেই করোনা নিয়ে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, ই এম বাইপাসের কালিকাপুর মোড়ে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

গাড়িতে বসেই করোনা নিয়ে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, ই এম বাইপাসের কালিকাপুর মোড়ে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৩:২২
Share: Save:

লকডাউন কেন মেনে চলা উচিত, সে ব্যাপারে সাধারণ মানুষকে বোঝাতে গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। শুক্রবার রাস্তায় নেমে ফের সেই বার্তার পাশাপাশি কী ভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, তা নিয়ে কিছু পরামর্শও দিলেন মুখ্যমন্ত্রী।

এ দিন বিকেলে যাদবপুরের ৮বি মোড়ে গিয়ে গাড়িতে বসেই নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দীর্ঘদিনের সাথী। আজ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে আপনাদের কাছে এসেছি ধন্যবাদ জানাতে।’’

প্রায় ১৫ মিনিটের বক্তৃতায় এলাকাবাসীর উদ্দেশ্যে মমতা জানান, নিজেদের পাশাপাশি পরিবার ও পড়শিদের সুরক্ষার কথা ভেবেই শারীরিক দূরত্ব-বিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে সকলের কাছে অনুরোধ জানান তিনি। তাঁর মতে, এ ছাড়া আর কোনও উপায় নেই। তবে শারীরিক দূরত্ব যাতে মনের দূরত্ব তৈরি না করে, সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

আরও পড়ুন: বিঘ্ন যাত্রাতেও, শুরুই হয়নি মহরতের প্রস্তুতি

মুখ্যমন্ত্রী জানান, মানুষের এই বিপদের দিনে পুলিশ-প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের রাস্তায় বেরোতেই হবে। তবে তাঁরাও যাতে নিজেদের ও পরিবারের স্বার্থে সাবধানতা অবলম্বন করে মাস্ক, গ্লাভস পরেন ও দূরত্ব বজায় রেখে কাজ করেন, সে ব্যাপারেও অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, যাঁরা মাস্ক কিনতে পারছেন না, তাঁরা বাড়িতেই ওড়না বা কাপড় দিয়ে মাস্ক তৈরি করে নিতে পারেন। ঘরোয়া কিছু পরামর্শ দেওয়ার পাশাপাশি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আবেদন জানান তিনি।

মুখ্যমন্ত্রীর পরামর্শ, করোনা-সংক্রমণ থেকে বাঁচতে মোবাইল ফোন বা কাচের জিনিস মাঝে মাঝে জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। তিনি বলেন, ‘‘আর কিছু না পেলে কাপড় ভিজিয়ে সাবান দিয়ে আস্তে আস্তে মুছে নিন মাঝে মাঝে।’’

আরও পড়ুন: মুক্তিপণ চেয়ে ফোন, মিলল নিখোঁজ কিশোরের দেহ

এ দিন ৮বি মোড় থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যান কালিকাপুর মোড়ে। সেখানেও গাড়িতে বসেই মাইকে সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান তিনি। মমতার বক্তব্য, মানুষের অসুবিধা হলেও করোনা-সংক্রমণ শরীর থেকে শরীরে ছড়ায় বলে আপাতত শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া উপায় নেই। তবে এর মাঝে তিনি কেন্দ্রের কথাও তুলে ধরেন। মমতা জানান, কেন্দ্রীয় সরকারও চাইছে, লকডাউন চলুক। তাদের পরামর্শ মেনে রাজ্য সব রকম কাজ করে চলেছে। তিনি বলেন, ‘‘না মেনে চললে বলবে তোমরা করোনি। রাজনৈতিক মতামতের পার্থক্যের জন্য যেন না বলতে পারে, রাজ্য সরকার এটা করেনি। ওটা করেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Lockdown Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE