Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Marriage Ceremony

লকডাউন ভেঙে বিয়ের অনুষ্ঠান

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার প্রায় ৫০০ জন এসেছিলেন ওই অনুষ্ঠানে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০২:৪৯
Share: Save:

দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যেই নিজের বৌভাতের অনুষ্ঠান করার অভিযোগ উঠল শাসন থানার ফলতি বেলিয়াঘাটা এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য এখলাছউদ্দিনের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার প্রায় ৫০০ জন এসেছিলেন ওই অনুষ্ঠানে। যদিও এখলাছউদ্দিন দাবি করেন, ‘‘সবাই নববধূকে আশীর্বাদ করে, খেয়ে চলে গিয়েছেন। মাস্ক পরেছিলেন সকলে। শারীরিক দূরত্বও বজায় ছিল।’’ ফলতি বেলিয়াঘাটার পঞ্চায়েত প্রধান নজিবুল রহমান ও কয়েক জন তৃণমূল নেতা অনুষ্ঠানে ছিলেন বলেও অভিযোগ ওঠে। নজিবুল অবশ্য বলেন, ‘‘জমায়েত যেন না-হয়, সে কথা বলতেই আমি ও পঞ্চায়েত সদস্য মেহেদি হাসান গিয়েছিলাম।’’

স্থানীয় সূত্রের দাবি, খবর পেয়ে যখন পুলিশ পৌঁছয়, তখন অধিকাংশ নিমন্ত্রিতই চলে গিয়েছিলেন। বারাসত পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিয়ে হতেই পারে। কিন্তু কোনও ভাবেই জমায়েত বরদাস্ত করা হবে না। কী হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marriage Ceremony TMC West Bengal Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE