দূষণের কারণে এক সময়ে ঢাকুরিয়ায় গোবিন্দপুর রেল কলোনি উচ্ছেদ হয়েছিল। ময়দান থেকে সরে গিয়েছিল বাঙালির ঐতিহ্যের বইমেলাও। তা হলে দূষণের কারণে কেন বাবুঘাটে ময়দান থেকে সরবে না গঙ্গাসাগরের পুণ্যার্থীদের শিবির। এমনই প্রশ্ন তুলছেন পরিবেশকর্মীরা।
শহরের দূষণ নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বাবুঘাট থেকে গঙ্গাসাগর পুণ্যার্থীদের শিবির অন্যত্র সরানো উচিত বলেই মনে করছেন পরিবেশকর্মীরা। এমনকি আদালতে মামলাও হয়েছে। বারবারই প্রশ্ন উঠেছে, সব কিছু জেনেও শহরের প্রাণকেন্দ্রকে এ ভাবে কেন দিনের পর দিন দূষিত হতে দিচ্ছে প্রশাসন। তাঁদের দাবি, শহরের বাইরে জেলার দিকে কোনও ফাঁকা জায়গায় শিবির হতে পারে। এমনকি হাওড়া, শিয়ালদহের মতো স্টেশনগুলি থেকেই পুণ্যার্থীদের গঙ্গাসাগরের রওনা করিয়ে দেওয়ার দাবিও তুলছেন পরিবেশকর্মীরা। তাঁরা মনে করেন, এই ব্যবস্থা করলে অন্তত বাবুঘাট কিংবা ময়দানের ওই সব এলাকা দূষণের হাত থেকে বাঁচবে।
কলকাতা পুরসভা সূত্রেই খবর, অনেক দিন আগে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য ময়দান এলাকার বদলে শিবির করার জন্য ডায়মন্ড হারবার রোডে একটি ফাঁকা জমির কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি।