মদ্যপ অবস্থায় রোজ রাতে বাড়ি ফিরে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালাতেন তিনি। বুধবারও তার অন্যথা হয়নি। শুধু পার্থক্য এটাই যে ওই দিন আর মুখ বুজে থাকেননি স্ত্রী শ্রেয়াদেবী। এক ছুটে রান্নাঘর থেকে শিলের নোড়া নিয়ে এনে স্বামীর মাথায় আঘাত করেন। মারা যান তিনি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গরফার নস্করপাড়ায়। মৃত ব্যক্তির নাম শান্তনু চক্রবর্তী। স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী শ্রেয়াদেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানান, শান্তনুবাবু ১ বছর ধরে বেকার ছিলেন। স্ত্রীর টাকায় বসে বসে খেতেন। আর রোজ রাতে নেশা করে এসে বাড়িতে ঝামেলা করতেন। ওই রাতেও তাই হয়েছিল। শান্তনুবাবুর মা-ও পুলিশের কাছে ঘটনাটি স্বীকার করেছেন। বৃহস্পতিবার সকালে ঘরে শান্তনুবাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ধৃত শ্রেয়াদেবীকে আজ আলিপুর আদালতে তোলা হবে।
আরও পড়ুন: বন্ধুর ধর্ষণ লাইভ স্ট্রিমিং করল কিশোরী!