কলকাতা পুরসভা কি এ বার প্রশাসকের হাতে যেতে চলেছে? রাজ্য জুড়ে করোনা-আতঙ্কের আবহে তা নিয়েই চর্চা চলছে পুর ভবনে। ১৯৮০ সালের কলকাতা পুর আইন অনুযায়ী আগামী ৭ মে বর্তমান কাউন্সিলরদের পাঁচ বছরের মেয়াদ ফুরোচ্ছে।
তার পর থেকে তাঁরা আর কাউন্সিলরের মর্যাদা পাবেন না। সেই হিসেবে পুর বোর্ডই ক্ষমতাচ্যুত হবে। আইন অনুযায়ী তাই ওই সময়ের মধ্যে ভোট করতে হবে। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিল কলকাতা পুর নির্বাচনের দায়িত্বে থাকা রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ, সারা দেশে তিন সপ্তাহের লকডাউন পুরো হিসেব ওলটপালট করে দিয়েছে। লকডাউনের দিনক্ষণ ঘোষণার আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ৩০ মার্চের পরে পুর ভোটের সময়সূচি নিয়ে ফের বৈঠক হবে। কিন্তু ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণার পরে আপাতত সবই বন্ধ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ১৪ এপ্রিলের পরে যদি লকডাউন উঠেও যায়, তা হলেও ৭ মে-র মধ্যে ভোট করা সম্ভব হবে না। আবার পুর আইন অনুয়ায়ী ৭ মে-র পরে কাউন্সিলরদের ক্ষমতা চলে যাবে।
তাই কিছু দিনের জন্য হলেও বসাতে হবে প্রশাসক।