গৃহকর্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে দোতলার জানলার ফাঁক গলে পাইপ বেয়ে নেমে পালিয়ে বাঁচল সাত বছরের পরিচারিকা। বুধবার ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার
মদারহাটে। অভিযোগের ভিত্তিতে গৃহকর্ত্রী অঞ্জু মিনাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর দাবি, তিনি রাজ্য শ্রম দফতরের কর্মী।
পুলিশ সূত্রের খবর, মাস তিনেক আগে ঘুটিয়ারি শরিফের বাসিন্দা ওই বালিকাকে তাঁর মামা অঞ্জুর বাড়িতে কাজ করতে দিয়ে যান। বিবাহ-বিচ্ছেদের পরে ওই মহিলা একাই থাকেন। মেয়েটির অভিযোগ, কাজ করতে না পারায় তাকে কান ধরে ওঠবোস করানো হত। একাধিক বার ব্লেড দিয়ে হাতের তালু চিরে দেওয়া হয়েছে। এ দিন সকালেও ফের তাকে মারধর করা হয়।