কলকাতার রামলীলা ময়দানের মেলায় দুর্ঘটনা। নাগরদোলা চড়তে গিয়ে ঘটল বিপত্তি। মেলায় নাগরদোলা থেকে পড়ে গিয়ে আহত হলেন এক তরুণী। তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে ওই তরুণী নাগরদোলা থেকে পড়ে গেলেন ওই তরুণী, কোথাও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার সন্ধ্যার ঘটনা। রামলীলা ময়দানে রথের মেলায় এসেছিলেন প্রিয়ঙ্কা সাউ নামে ওই ২৫ বছরের তরুণী। প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলায় উঠেছিলেন প্রিয়ঙ্কা। বেশ কয়েক রাউন্ড পাক খাওয়ার পর হঠাৎই নাগরদোলা থেকে মাটিতে পড়ে যান তিনি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন খবর দেয় এন্টালি থানায়। খবর পেয়েই পুলিশ এসে প্রিয়ঙ্কাকে এনআরএস হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন প্রিয়ঙ্কা।