Advertisement
১৯ মে ২০২৪

চোলাই বন্ধে ‘ব্যর্থ’ থানা, ঘেরাও

এমনটা সচরাচর গ্রামে-গঞ্জে হয়। মদ বিক্রি ও মদ্যপানের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাড়ির মহিলারা। এ বার খাস কলকাতায় চোলাই বিক্রির প্রতিবাদে ও সেই কারবার বন্ধ করার ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও করলেন একশোরও বেশি মহিলা।

অভীক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০০:২৪
Share: Save:

এমনটা সচরাচর গ্রামে-গঞ্জে হয়। মদ বিক্রি ও মদ্যপানের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাড়ির মহিলারা। এ বার খাস কলকাতায় চোলাই বিক্রির প্রতিবাদে ও সেই কারবার বন্ধ করার ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও করলেন একশোরও বেশি মহিলা। মঙ্গলবার, দক্ষিণ বন্দর থানার ঘটনা।

এ দিন ঘেরাওয়ে সামিল হওয়া মহিলারা কোল বার্থ রোডের বস্তির বাসিন্দা। সাড়ে ১২টা থেকে আধ ঘণ্টা ঘেরাও চলার পরে পুলিশকে স্মারকলিপিও দেন তাঁরা। পুলিশের দাবি, বেআইনি মদের ভাটি ভাঙতে গেলে বাধা দেন স্থানীয়দের একাংশই।

বাসিন্দাদের অভিযোগ, দোকানের পিছনে, এমনকী বাড়ির ভিতরেও চলে চোলাইয়ের কারবার। পুরুষেরা মদ খেয়ে, জুয়া খেলে সর্বস্বান্ত হন কিংবা বাড়ির বৌ-মেয়েদের মারধর করেন। পুলিশের দাবি, মাঝেমধ্যেই বেআইনি মদের ভাটি ভেঙে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ফতেমা খাতুন বলেন, ‘‘রোজগার চোলাইয়ে উড়িয়ে ছেলেরা বাড়ি এসে মারধর করে। তাই দল বেঁধে পুলিশকে স্মারকলিপি দিয়েছি।’’ স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাম পিয়ারি রাম বলেন, ‘‘পুলিশকে বহু বার জানিয়েছি। কিন্তু তারা চোলাইয়ের ঠেক ভেঙে দিলেও ফের তৈরি হচ্ছে।’’

এ দিনের এই উদ্যোগের পিছনে ছিল এসইউসি-র ‘শরাব বিরোধী মহিলা ও যুব কমিটি’। কিন্তু তাতে সামিল হয়েছিলেন সেই দলের সমর্থক বা সদস্য নন, এমন বহু মহিলাও। এসইউসি-র রাজ্য সম্পাদক সৌমেন বসু বলেন, ‘‘রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ বাড়ার পিছনে মদের ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি।’’

কলকাতা পুলিশের ডিসি (বন্দর) সুদীপ সরকার বলেন, ‘‘ওই তল্লাটের কোথায় কোথায় চোলাই মদ তৈরির ঠেক আছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার করা হবে পাণ্ডাদেরও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

South Port Police Station Hooch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE