ধর্ষণ তথা সামগ্রিক পুরুষতন্ত্রের বিরুদ্ধে আচমকা বিক্ষোভে এক টুকরো চিলে উঠে এল কলকাতার রাজপথে। ধর্মতলায় নিউ মার্কেটের কাছে শনিবার এক ধরনের
‘ফেমিনিস্ট ইন্টারভেনশন’ বা ‘নারীবাদী হাঙ্গামা’র মাধ্যমে ধর্ষক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মহিলারা। যাঁদের অনুপ্রেরণা চিলের ভ্যালপারাইসো শহরের রাস্তায় গত ২০ নভেম্বরের নারী-গর্জন— ‘‘এল ভিয়োলাদোর এরেস তু’’, অর্থাৎ ‘‘তুমিই ধর্ষক’’।
চিলের নারীবাদী সংগঠন ‘লাস তেসিস’-এর ডাকে সে দেশের সরকার বিরোধী আন্দোলনের পাশে দাঁড়িয়ে ধর্ষণ তথা পুরুষতান্ত্রিক হিংসার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন সেখানকার মহিলারা। পরে ওই গর্জন ছড়িয়ে পড়ে সান্তিয়াগো, মেক্সিকো, আর্জেন্তিনা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং লন্ডন, প্যারিস, জার্মানি-সহ নানা জায়গায়। এ দেশে দিল্লি এবং চেন্নাইয়ের পরে এই আন্দোলন এসে পৌঁছল কলকাতায়। অংশগ্রহণকারীদের তরফে প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় জানালেন, ‘‘চিলের ওই প্রতিবাদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেটা দেখেই আমরা কলকাতায় এ রকম একটা প্রতিবাদের কথা ভাবি। ফেসবুকে ভাবনাটা জানায় দ্যুতি মুখোপাধ্যায় নামে আমাদের এক বন্ধু। তার পর ফেসবুকেই