Advertisement
০৬ মে ২০২৪

পাঁচিল ধসে মৃত্যু শ্রমিকের

নির্মীয়মাণ বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার লাউডন স্ট্রিটের এই ঘটনায় জখম হন আরও দুই শ্রমিক। মৃত নির্মল মুর্মুর (৩০) বাড়ি মেদিনীপুরে। আহতদের নাম অনির্বাণ সর্দার ও বরুণ সর্দার। এনআরএসে নির্মলকে মৃত ঘোষণা করা হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৮
Share: Save:

নির্মীয়মাণ বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার লাউডন স্ট্রিটের এই ঘটনায় জখম হন আরও দুই শ্রমিক। মৃত নির্মল মুর্মুর (৩০) বাড়ি মেদিনীপুরে। আহতদের নাম অনির্বাণ সর্দার ও বরুণ সর্দার। এনআরএসে নির্মলকে মৃত ঘোষণা করা হয়। অনির্বাণ ও বরুণ হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, তিন জনই সেখানে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

এ দিনের ঘটনাস্থলের ঠিক উল্টো দিকেই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি। এলাকায় গিয়ে দেখা যায়, একুশ তলা বাড়িটি নির্মাণের জন্য অনেকটা জায়গা জুড়ে খোঁড়া। এক ঠিকা শ্রমিক মোতাল্লেম শিকারি বলেন, ‘‘গর্তে নেমে মাটি তুলছিলেন নির্মল, অনির্বাণ ও বরুণ। হঠাৎ একটি ভাঙা পাঁচিলের অংশ ভেঙে পড়ে।’’ ডেকে পাঠানো হয় বহুতল নির্মাণ সংস্থার কর্তৃপক্ষকে। পুলিশ জানায়, ‘‘নির্মাণ কাজে ওই সংস্থা শ্রমিকদের সুরক্ষার বিধিগুলি মেনেছে কি না, খতিয়ে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wall worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE