বছর ষোলোর মূক ও বধির কিশোরীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল যুবক। বৃহস্পতিবার, তৃতীয়ার রাতে ঠাকুর দেখার পরে কিশোরীকে নিজের বাড়ি নিয়ে গিয়ে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ২৫ বছরের ধৃত যুবককে শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টে হাজির করানো হয়। বিচারক পাপিয়া দাস অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রের খবর, নিউ মার্কেট থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা এবং অভিযুক্ত। কিশোরীকে স্কুটারে বসিয়ে ঠাকুর দেখাতে বেরিয়েছিল সে। অভিযোগ, ঠাকুর দেখে নিজের বাড়িতে কিশোরীকে নিয়ে গিয়ে অভিযুক্ত রাত ৩টে থেকে পৌনে ৪টে পর্যন্ত যৌন নির্যাতন চালায়। বাড়ি ফিরে নির্যাতিতা আকারে-ইঙ্গিতে তার উপরে হওয়া অত্যাচারের কথা মাকে জানায়। এর পরেই কিশোরীর মা অভিযোগ দায়ের করেন। শুক্রবার বাড়ি থেকে যুবককে ধরা হয়।
ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ৮, ১০ এবং ১২ নম্বর ধারা-সহ ভারতীয় ন্যায় সংহিতার অপহরণ, যৌন হেনস্থার মামলা দায়ের হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)