Advertisement
১৯ মে ২০২৪

দুর্ঘটনায় মৃত্যু যুবকের

কাজ সেরে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার সময়ে ছোট মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের।

সুপ্রিয় সরকার

সুপ্রিয় সরকার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০২
Share: Save:

কাজ সেরে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার সময়ে ছোট মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। তাঁর সঙ্গী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুই যুবকই হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন।

সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের কাছে। পুলিশ জানায়, মৃত যুবক সুপ্রিয় সরকার (৩০) বাইকটি চালাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন তন্ময় মান্না। তাঁরা কোনা ট্র্যাফিক গার্ডের কর্মী। ওই রাতে কাজ সেরে হাওড়ার জগাছার বাসিন্দা সুপ্রিয় বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গেই ফিরছিলেন একই এলাকার বাসিন্দা তন্ময়। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। নিবড়ার দিকে যাওয়ার সময়ে এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের কাছে আচমকাই পিছন থেকে দ্রুত গতিতে আসা ওই মালবাহী গাড়িটি মোটরবাইকে ধাক্কা মারে। তাতেই দু’জন রাস্তার উপরে ছিটকে পড়েন।

স্থানীয়েরা জানান, বিকট আওয়াজ পেয়ে তাঁরা রাস্তায় বেরিয়ে আসেন। দেখা যায়, দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তাঁদের মাথা থেকে হেলমেট খুলে ছিটকে পরেছে। খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সুপ্রিয় ও তন্ময়কে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা সুপ্রিয়কে মৃত বলে ঘোষণা করেন। ওই হাসপাতালেই ভর্তি করা হয় তন্ময়কে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর। পুলিশ জানায়, ঘটনার পরে মালবাহী গাড়িটি ঘটনাস্থলে ফেলে রেখেই চম্পট দিয়েছে চালক। গাড়িটি আটক করেছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের কর্তারা জানান, তাঁদের তরফে মৃতের পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE