Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিসর্জনে গিয়ে ডুবে গেল কিশোর

বিসর্জনের প্রতিটি দিনেই পুলিশি নজরদারি থাকে। কিন্তু রবিবার বিসর্জনের ঘোষিত দিন ছিল না। মাঝ রাতে প্রতিমা বিসর্জন করতে আসে রাজীব, তার কয়েক জন বন্ধু ও স্থানীয় কয়েক জন। বিসর্জনের সময়ে রাত বারোটা নাগাদ গঙ্গায় নামে রাজীব এবং তার বন্ধুরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ০১:১৫
Share: Save:

বিসর্জনের ঘোষিত দিন ছিল না। তাই কড়া পুলিশি নজরদারি অভাব ছিল। তারই মাঝে লক্ষ্মী প্রতিমা বিসর্জন করতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর। রবিবার রাত বারোটা নাগাদ, দক্ষিণ বন্দর থানার গ্বালিয়র ঘাটে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। নিখোঁজের নাম রাজীব কুণ্ডু। বছর পনেরোর ওই কিশোরের বাড়ি দেশপ্রাণ শাসমল রোড এলাকায়।

পুলিশ জানায়, বিসর্জনের প্রতিটি দিনেই পুলিশি নজরদারি থাকে। কিন্তু রবিবার বিসর্জনের ঘোষিত দিন ছিল না। মাঝ রাতে প্রতিমা বিসর্জন করতে আসে রাজীব, তার কয়েক জন বন্ধু ও স্থানীয় কয়েক জন। বিসর্জনের সময়ে রাত বারোটা নাগাদ গঙ্গায় নামে রাজীব এবং তার বন্ধুরা। প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জেনেছে, সকলেই সাঁতার কাটছিল। পাড়ে থাকা লোকজন তাদের রাতে গঙ্গায় নামতে নিষেধ করলেও কেউ কথা শোনেনি। হঠাৎই গঙ্গার তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে রাজীব ও তাঁর দুই বন্ধু। বাকিরা কোনও ভাবে পা়ড়ের দিকে আসতে পারলেও রাজীব আর ফিরতে পারেনি। এর পরেই খবর দেওয়া যায় পুলিশে। পুলিশ জানিয়েছে, ডুবুরি নামিয়ে রাজীবকে খোঁজা হচ্ছে। সোমবার সকালে প্রবল বৃষ্টির কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেননি ডুবুরিরা। ফের বিকেলে উদ্ধার কাজ শুরু হলেও রাজীবের সন্ধান মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE