Advertisement
১১ মে ২০২৪

উড়ালপুলের মুখে চলছে বিপজ্জনক ওঠা-নামা

সামনেই পুলিশের নির্দেশিকায় লেখা রয়েছে, বাস দাঁড়াবে না। অভিযোগ, সেই নির্দেশ কার্যত অগ্রাহ্য করেই পার্ক স্ট্রিটের উড়ালপুলের সামনে একের পর এক বাস দাঁড়ায়। চলে যাত্রী ওঠা-নামা। নিউমার্কেট চত্বরে যাঁরা বাজার করতে আসেন তাঁদের অনেকেই পার্ক স্ট্রিট উড়ালপুলের মুখ থেকে এই ভাবে বাস ধরেন বলে অভিযোগ।

পার্ক স্ট্রিট উড়ালপুলের মুখে চলছে যাত্রী ওঠা-নামা।  ছবি :শশাঙ্ক মণ্ডল।

পার্ক স্ট্রিট উড়ালপুলের মুখে চলছে যাত্রী ওঠা-নামা। ছবি :শশাঙ্ক মণ্ডল।

দেবাশিস দাস
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৫ ০০:০০
Share: Save:

সামনেই পুলিশের নির্দেশিকায় লেখা রয়েছে, বাস দাঁড়াবে না। অভিযোগ, সেই নির্দেশ কার্যত অগ্রাহ্য করেই পার্ক স্ট্রিটের উড়ালপুলের সামনে একের পর এক বাস দাঁড়ায়। চলে যাত্রী ওঠা-নামা।

নিউমার্কেট চত্বরে যাঁরা বাজার করতে আসেন তাঁদের অনেকেই পার্ক স্ট্রিট উড়ালপুলের মুখ থেকে এই ভাবে বাস ধরেন বলে অভিযোগ। এমনকী বাস ধরার জন্য তাঁরা উড়ালপুলের দু’প্রান্তে লাইন দিয়ে দাঁড়িয়েও থাকেন। উড়ালপুলের ওঠার পথে এ ভাবে বাস থামিয়ে ওঠা-নামা করতে গিয়ে বেশ কয়েক বার দুর্ঘটনাও ঘটেছে।

কলকাতা ট্রাফিক পুলিশের নিয়ম অনুযায়ী, শহরের যে কোনও উড়ালপুলের মুখেই বাস থামানোর নিষেধাজ্ঞা রয়েছে। তা নোটিশ বোর্ডে লেখাও থাকে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, তা সত্ত্বেও সময় বাঁচাতে যে কোনও জায়গা থেকে বাসে ওঠার প্রবণতা রয়েছে যাত্রীদের। বাসচালক এবং কন্ডাক্টররা সেই মতো বাস থামানও। অনেক সময় আইন ভাঙার জন্য চালক ও কন্ডাক্টরদের জরিমানাও করা হয়। তবুও এই প্রবণতা বন্ধ করা যাচ্ছে না।

বেহালার সখের বাজার থেকে নিউমার্কেটে বাজার করতে এসেছিলেন রঙ্গন শীল। বাস ধরার জন্য তিনি দাঁড়িয়েছিলেন পার্ক ষ্ট্রিট উড়ালপুলে ওঠার মুখে। সেখান থেকে বাসে ওঠা-নামা করা যে ঠিক নয় সেটাও তিনি জানেন। তা হলে কেন করছেন? তাঁর জবাব, ‘‘না হলে অনেকটা হাঁটতে হয়। এখান থেকে কম হেঁটে বাস পাওয়া যায়। তাই নিউমার্কেটে এলে বাস ধরার জন্য এখানেই দাঁড়াই।”

লালবাজারে ট্রাফিক পুলিশের এক কর্তা বলেন, “শহরের অনেক এলাকাতেই এই সমস্যা। সুরাহার জন্য যাত্রী, চালক এবং কন্ডাক্টরদের মধ্যে ধারাবাহিক ভাবে প্রচারও চালানো হচ্ছে। তবু সুফল মিলছে না”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

debasish das park street
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE