এন্টালিতে গুলি চালানোর ঘটনায় ধরা পড়ল আরও এক অভিযুক্ত। রবিবার, উত্তরপ্রদেশের বরাবাঁকির দেবা শরিফ থেকে। ধৃতের নাম মিন্টু শেখ। ১৫ জানুয়ারি এন্টালির কনভেন্ট রোডে লোরেটো স্কুলের সামনে বাচ্চা কাল্লু নামে এক যুবককে গুলি করে পালায় চার জন। শনিবার বাবুঘাট থেকে বাবলু ওরফে মহম্মদ মুস্তাকিন, ইলু ওরফে ইলিয়াস এবং আয়ুব নামে তিন অভিযুক্ত গ্রেফতার হয়। জেরায় বাবলু জানায়, গুলি চালিয়েছিল মিন্টু। তার পরেই সে উত্তরপ্রদেশে পালিয়েছে। পুলিশ জানিয়েছে, মিন্টুর কাছে অস্ত্র মেলেনি। আজ, সোমবার মিন্টুকে স্থানীয় আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে।