Advertisement
E-Paper

কম্পিউটারের তার থেকে আগুন, পুড়ে গেল অফিস

কম্পিউটারের তার থেকে আগুন লেগে পুড়ে যেতে পারে একটি পুরো বাড়ি। এমনটাই মত বিশেজ্ঞদের। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ জওহরলাল নেহরু রোডের এক বহুতলের চারতলায় একটি বেসরকারি বিমা সংস্থার অফিস আগুনে ভস্মীভূত হয়। প্রাথমিক তদন্তের পরে দমকলকর্মীরা জানান, ওই অফিসের কম্পিউটারগুলি দীর্ঘ সময় ধরে চালু ছিল। আগুনের উত্‌স ছিল সংস্থার কম্পিউটার নিয়ন্ত্রণের জায়গা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০
তখনও চলছে অগ্নিযুদ্ধ। বৃহস্পতিবার।  —নিজস্ব চিত্র

তখনও চলছে অগ্নিযুদ্ধ। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র

কম্পিউটারের তার থেকে আগুন লেগে পুড়ে যেতে পারে একটি পুরো বাড়ি। এমনটাই মত বিশেজ্ঞদের। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ জওহরলাল নেহরু রোডের এক বহুতলের চারতলায় একটি বেসরকারি বিমা সংস্থার অফিস আগুনে ভস্মীভূত হয়। প্রাথমিক তদন্তের পরে দমকলকর্মীরা জানান, ওই অফিসের কম্পিউটারগুলি দীর্ঘ সময় ধরে চালু ছিল। আগুনের উত্‌স ছিল সংস্থার কম্পিউটার নিয়ন্ত্রণের জায়গা।

এ দিন আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। কোনও হতাহতের খবর না থাকলেও দশটি ইঞ্জিন আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উত্‌স খুঁজতে গিয়ে দমকলকর্মীদের স্কাই লিফটে করে উঠে জানলা ভেঙে ঢুকতে হয়। দমকলের সদর কার্যালয়ের বিভাগীয় আধিকারিক কমলকুমার নন্দী বলেন, ‘‘অন্তত তিরিশটি কম্পিউটার চালু ছিল। ধোঁয়ায় এক হাত দূরের জিনিস দেখা যাচ্ছিল না। আমরা ঢুকে সমস্ত কম্পিউটার বন্ধ করি। বিদ্যুত্‌ সংযোগ ছিন্ন করি।”

দমকল সূত্রে খবর, সংস্থাটির কার্যালয়ে অগ্নি-নির্বাপণের ব্যবস্থা ঠিক ছিল না। হাওয়া বেরোনোর ব্যবস্থা ছিল না। ফাইবার, প্লাইউড দিয়ে অফিসটির জানলাগুলি আটকানো ছিল। মাত্র দু’টি জানালায় কাচ লাগানো ছিল। তা ভেঙেই ঢুকতে হয় দমকলকর্মীদের।

দীর্ঘক্ষণ কম্পিউটার চললে কি এমন বিপদ হতে পারে যে কোনও জায়গাতেই? উত্তরে রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং কম্পিউটার বিশেষজ্ঞ দেবেশ দাস বলেন, “কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ থেকে এই ধরনের বিপদ অস্বাভাবিক নয়। তবে শুধু কম্পিউটার থেকেই এমন ঘটে, তেমনটাও নয়।”

দমকলকর্মীদের অভিযোগ, আটতলা বাড়িটিতে একটি মাত্র ঢোকার রাস্তা রয়েছে। যা দিয়ে তাঁরা উঠতে পারেননি। তাই আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। পুরো বাড়িটিতে কেন্দ্রীয় ভাবে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সংস্থার অফিস থাকলেও বাড়িটির অগ্নি-নিয়ন্ত্রণের ব্যবস্থা অত্যন্ত দুর্বল।

যদিও দমকলের এই অভিযোগ মানতে চাননি বহুতলটির দায়িত্বপ্রাপ্ত উত্তম বর্ধন। তিনি বলেন, “আমাদের বহুতলে সব কিছুর রক্ষণাবেক্ষণ হয়। অগ্নি-নির্বাপণ ব্যবস্থাও ঠিকঠাক আছে।”

প্রাথমিক তদন্তে দমকলকর্মীদের অনুমান, দীর্ঘক্ষণ কম্পিউটার চলার ফলে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই বিপত্তি। এ দিন সকালে ওই বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। অফিসটি আটকে তার সামনে পুলিশ প্রহরা বসানো হয়। বহুতলটির পাশেই রয়েছে একটি বিদেশি দূতাবাস। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে এই বহুতল থেকে কিছু দূরে আরও একটি বহুতলে আগুন লেগেছিল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান সমর ভট্টাচার্য বলেন, “তারের বিদ্যুত পরিবাহী ক্ষমতার উপরে বিপদের আশঙ্কা নির্ভরশীল। তারের উপরে যে আচ্ছাদন থাকে, তার গুণগত মানের উপরেও বিপদ অনেকটা নির্ভর করে। তাই কম্পিউটারের বিদ্যুত্‌ সংযোগের তারের উপরে নজর রাখা জরুরি।” এই বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অপূর্বকুমার সাঁতরা বলেন, “এ ভাবে আমার কম্পিউটার দু’বার পুড়ে গিয়েছে। লাগাতার কম্পিউটার চললে ‘শর্ট’ হওয়ার আশঙ্কা প্রবল থাকে। তাই বিদ্যুত্‌ সংযোগের তারের উপরে নজর রাখা জরুরি।”

fire jl nehru road jawaharlal nehru road
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy