Advertisement
৩০ এপ্রিল ২০২৪

টার্মিনালে সোনার বিস্কুট পেলেন সাফাইকর্মী

সাফাই করতে গিয়ে কলকাতা বিমানবন্দরের টার্মিনালের একটি স্তম্ভের পাশ থেকে প্লাস্টিকের একটি প্যাকেট কুড়িয়ে পেয়েছিলেন সাফাইকর্মী আলাউদ্দিন বিশ্বাস। প্যাকেট খুলে দেখেন, ৮টি সোনার বিস্কুট! সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর হাতে সেই সোনা তুলে দেন আলাউদ্দিন। শুল্ক অফিসারেরা সেই সোনা বাজেয়াপ্ত করেন। আর এই সততার জন্য আলাউদ্দিনকে পুরস্কৃত করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০১:৫১
Share: Save:

সাফাই করতে গিয়ে কলকাতা বিমানবন্দরের টার্মিনালের একটি স্তম্ভের পাশ থেকে প্লাস্টিকের একটি প্যাকেট কুড়িয়ে পেয়েছিলেন সাফাইকর্মী আলাউদ্দিন বিশ্বাস। প্যাকেট খুলে দেখেন, ৮টি সোনার বিস্কুট! সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর হাতে সেই সোনা তুলে দেন আলাউদ্দিন। শুল্ক অফিসারেরা সেই সোনা বাজেয়াপ্ত করেন। আর এই সততার জন্য আলাউদ্দিনকে পুরস্কৃত করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৮০০ গ্রাম সোনার বাজারদর ২৩ লক্ষ টাকার কিছু বেশি। এক সাধারণ সাফাইকর্মীর এই সততার তারিফ করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং শুল্ক অফিসারেরা। ওই সাফাইকর্মীর হাতে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদরের ১০ শতাংশ টাকাও পাওয়ার কথা আলাউদ্দিনের।

বিমানবন্দর সূত্রের খবর, বিদেশ থেকে যাত্রীরা এসে বিমান থেকে নেমে অ্যারোব্রিজ দিয়ে হেঁটে টার্মিনালে ঢোকার পরে যে রাস্তা পেরিয়ে অভিবাসন কাউন্টারের দিকে যান, সেই পথের পাশেই পড়েছিল ওই সোনার প্যাকেটটি। এ দিন দুপুরে সাফাই করতে গিয়ে তা কুড়িয়ে পান আলাউদ্দিন। শুল্ক অফিসারদের ধারণা, বিদেশ থেকে সোনা আনার পরে শুল্ক দফতরের কড়াকড়ি আঁচ করতে পেরে কোনও যাত্রী ভয় পেয়ে সেই সোনা টার্মিনালে ফেলে রেখে চলে গিয়েছেন।

এ দিকে, সোমবার রাতে ব্যাঙ্কক থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে মোট ১ কেজি ৬০০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। দফতর সূত্রের খবর, প্যান্টের ভিতর দিকে বিশেষ পকেট বানিয়ে একটি করে সোনার বিস্কুট নিয়ে এসেছিলেন বেঙ্গালুরুর তিন যুবক। বাজেয়াপ্ত হওয়া সেই সোনার বাজারদর প্রায় ৪৫ লক্ষ টাকা। তবে প্রত্যেকের কাছেই ২০ লক্ষ টাকার কম মূল্যের সোনা থাকায় কাউকে গ্রেফতার করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

airport terminal gold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE