Advertisement
২০ এপ্রিল ২০২৪

বেআইনি ভাবে মিউটেশন, তৈরি হল তদন্ত কমিটি

৮০বি কসবা-বোসপুকুর রোডে তিন বিঘা জমি বেআইনি ভাবে মিউটেশন করে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করছে পুর-প্রশাসন। কলকাতা পুরসভারই তিন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার, অতীন ঘোষ এবং দেবাশিস কুমার ওই তদন্ত কমিটিতে রয়েছেন। শুধু মিউটেশনই নয়, পুরসভার রেকর্ডে জলাভূমি হিসেবে নথিভুক্ত থাকা ওই জমির চরিত্র বদল কী ভাবে করা হল, তা-ও খতিয়ে দেখা হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৪ ০০:৪৮
Share: Save:

৮০বি কসবা-বোসপুকুর রোডে তিন বিঘা জমি বেআইনি ভাবে মিউটেশন করে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করছে পুর-প্রশাসন। কলকাতা পুরসভারই তিন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার, অতীন ঘোষ এবং দেবাশিস কুমার ওই তদন্ত কমিটিতে রয়েছেন। শুধু মিউটেশনই নয়, পুরসভার রেকর্ডে জলাভূমি হিসেবে নথিভুক্ত থাকা ওই জমির চরিত্র বদল কী ভাবে করা হল, তা-ও খতিয়ে দেখা হবে।

বুধবার পুরসভার কমিশনার খলিল আহমেদ এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। ইতিমধ্যেই ওই ঘটনায় পুর-প্রশাসন গড়িয়াহাটের টলিট্যাক্সের চার জন অফিসারকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন। ওই ঘটনার জন্য কলকাতা পুরসভার কর-মূল্যায়ন দফতরের চিফ ম্যানেজারও দায়ী বলে পুরসভার অন্দরমহলে নানা অভিযোগ উঠছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, ওই ঘটনায় জড়িত থাকলে কাউকে ছাড়া হবে না।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই সংক্রান্ত নথিপত্র আগেই গড়িয়াহাটের অফিস থেকে এনে নিজের কাছে রেখে দিয়েছিলেন চিফ ম্যানেজার ভাস্কর ঘোষ। সেই সব ফাইলও তদন্ত কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। আরও অভিযোগ উঠেছে, শুধু কসবার ওই জমিটি নয়, শহরে আরও অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে। সে সবও খুঁজে দেখা দরকার বলে পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর দাবি জানিয়েছেন।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যদিও তদন্তের কাজে দলীয় বোর্ডের মেয়র পারিষদেরা কতটা স্বচ্ছতা দেখাতে পারবেন, তা নিয়ে নানা মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

ভাঙা হল বেআইনি বাড়ি। বুধবার সকালে মেটিয়াবুরুজে ১৫ নম্বর বরো এলাকায় একটি চারতলা বাড়ি ভেঙে দিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পি-৭৯/১ মুদিয়ালি রোডের ওই বাড়িটি বেআইনি ভাবে গড়ে উঠছিল। বাড়িটির মালিক এলাকার কংগ্রেস নেতা মোক্তারের বাবা মহম্মদ সাকিল। ওই ঘটনায় দুই ইঞ্জিনিয়ারকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে পুরসভা। নির্মাণের নকশা দেওয়ার সঙ্গে যুক্ত এলবিএস ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে পুরসভার তালিকা থেকে বাতিল করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

illegal mutation investigation committee kasba
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE