Advertisement
১৯ মে ২০২৪

সেতুতে বাইক উদ্ধার ঘিরে রহস্য

নিবেদিতা সেতুতে পড়ে রয়েছে একটি মোটরবাইক। সেতুর রেলিংয়ে রক্তের দাগ। রবিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল সেতুর টহলদারির দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এটি দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা একটি মোটরবাইকের সঙ্গে কোনও লরির পাশাপাশি ধাক্কায় মোটরবাইক-আরোহী ছিটকে গঙ্গায় পড়ে গিয়ে থাকতে পারেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০৫:১৭
Share: Save:

নিবেদিতা সেতুতে পড়ে রয়েছে একটি মোটরবাইক। সেতুর রেলিংয়ে রক্তের দাগ। রবিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল সেতুর টহলদারির দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এটি দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা একটি মোটরবাইকের সঙ্গে কোনও লরির পাশাপাশি ধাক্কায় মোটরবাইক-আরোহী ছিটকে গঙ্গায় পড়ে গিয়ে থাকতে পারেন। যদিও দিনভর তল্লাশি চালিয়েও ওই মোটরবাইক আরোহীর সন্ধান মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর পৌনে ২টো নাগাদ নিবেদিতা সেতুর টহলদারির দায়িত্বরত কর্মীরা দেখেন, বালির দিকে যাওয়ার রাস্তায় একটি মোটরবাইক পড়ে রয়েছে। ওই সেতুতে মোটরবাইক চলাচল নিষিদ্ধ। স্বভাবতই প্রশ্ন ওঠে, ওই মোটরবাইকটি এল কোথা থেকে? সেতুর রেলিংয়ে রক্তের দাগও দেখেন কর্মীরা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেতুর অপারেশন ম্যানেজার সমীর কর। তিনি এসে দেখেন, রাস্তার মাঝখান থেকে সেতুর সাত নম্বর পিলারের সামনে পর্যন্ত অনেকটা অংশ জুড়ে রক্তের দাগ। রেলিংয়েও রক্তমাখা হাতের ছাপ।

এর পরেই সেতু কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানা, বরাহনগর থানা এবং রিভার ট্রাফিকের পুলিশ। মোটরবাইকটি আটক করে বরাহনগর থানা। রিভার ট্রাফিক পুলিশ গঙ্গায় নেমে খোঁজাখুঁজি করে। কিন্তু মোটরবাইক আরোহীকে পাওয়া যায়নি। সেতু কর্তৃপক্ষ সূত্রে খবর, ওই সেতুতে দু’টি সিসিটিভি রয়েছে। তার ফুটেজে দেখা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিক থেকে একটি মোটরবাইক দ্রুত গতিতে সেতুতে উঠছে। যদিও সেতুর উপরে পড়ে থাকা মোটরবাইকটিই সেটি কি না, তা নিশ্চিত ভাবে বলতে পারেনি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nibedita setu motor bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE