Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফের আর্জি খারিজ কুণালের

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি জেলে আছেন তিনি। কিন্তু কুণাল ঘোষ এখনও রাজ্যসভার সদস্য। তাই অধিবেশনে যোগদানের জন্য চিঠি এসেছে তাঁর কাছে।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০৩:২০
Share: Save:

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি জেলে আছেন তিনি। কিন্তু কুণাল ঘোষ এখনও রাজ্যসভার সদস্য। তাই অধিবেশনে যোগদানের জন্য চিঠি এসেছে তাঁর কাছে। রাজ্যসভার অধিবেশনে যোগ দেওয়া তাঁর মৌলিক অধিকার, এই যুক্তিকে হাতিয়ার করে বৃহস্পতিবার নগর দায়রা আদালতে কুণালের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। সিবিআইয়ের আইনজীবী সওয়ালে বলেন, কুণাল যে-হেতু সারদা মামলায় অন্যতম অভিযুক্ত, তাই সংসদে যোগদানের মৌলিক অধিকার তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারদা-তদন্তে অগ্রগতি হচ্ছে। কুণাল জামিন পেলে তদন্তের গতি ব্যাহত হতে পারে। বিচারক সেই আবেদন খারিজ করে দেন। ১৫ মার্চ তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kunal ghosh bail plea rejection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE