কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হল ত্রিপুরায়। বৃহস্পতিবার সকালে টুইট করে সে কথা জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক। বৃহস্পতিবার বিকেলেই ত্রিপুরা পৌঁছানোর কথা কুণালের। ত্রিপুরায় পুরভোটের আগে দলের হয়ে প্রচার ও পরিকল্পনা সারতে যাচ্ছেন কুণাল। তবে মামলা করা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। বললেন, ‘‘আজ বিকেলেই তো আমি আগরতলা পৌঁছে যাচ্ছি। এক মামলা, নোটিস না দিয়ে আমাকে চাইলে গ্রেফতার করুক ত্রিপুরার পুলিশ।’’
কুণাল টুইটে লিখেছেন, ‘ত্রিপুরা সরকার আমার নামে আরও চারটি মামলা দিল। হুবহু এক ধারায়। এখনও পর্যন্ত এই ইস্যুতে ন’টি মামলা হল। ওরা জয় শ্রীরাম বলে হামলা করবে। আমি সীতার পাতালপ্রবেশ বললে মামলা। আজ আগরতলা যাচ্ছি। পুলিশ এত মামলা, নোটিসে পরিশ্রম না করে আমাকে গ্রেপ্তার করুক। তৃণমূলকে ঠেকাতে হামলা-মামলার ছক।’