Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কর্মীকে পুড়িয়ে মারায় অভিযুক্ত ঠিকাদার

বাড়িতে পাঠানোর জন্য ঠিকাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন তাঁর অধীনে কাজ করা এক শ্রমিক। সেই টাকা ফেরত দিতে না পারায় ওই ঠিকা শ্রমিককে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। নিহত শেখ সেরাফত (২২) পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার দুর্জয়পুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে স্থানীয় সুরানানকা এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দগ্ধ অবস্থায় পাওয়া যায় সেরাফতকে।

কান্নায় ভেঙে পড়েছেন সরাফতের স্ত্রী। ইনসেটে নিহত শেখ সরাফত। — নিজস্ব চিত্র।

কান্নায় ভেঙে পড়েছেন সরাফতের স্ত্রী। ইনসেটে নিহত শেখ সরাফত। — নিজস্ব চিত্র।

আনন্দ মণ্ডল
পাঁশকুড়া শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০৩:৪৫
Share: Save:

বাড়িতে পাঠানোর জন্য ঠিকাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন তাঁর অধীনে কাজ করা এক শ্রমিক। সেই টাকা ফেরত দিতে না পারায় ওই ঠিকা শ্রমিককে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে।

নিহত শেখ সেরাফত (২২) পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার দুর্জয়পুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে স্থানীয় সুরানানকা এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দগ্ধ অবস্থায় পাওয়া যায় সেরাফতকে। পাঁশকুড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই যুবক। নিহতের পরিবারের তরফে শেখ আসরফ নামে ওই ঠিকাদার এবং পাঁশকুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমজেদ আলির ছেলে সৈয়দ পিন্টু-সহ কয়েক জনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। জেলার এসপি অলোক রাজোরিয়া বলেন, ‘‘টাকা ফেরতের জন্য এক ঠিকাকর্মীকে খুনের অভিযোগ হয়েছে ঠিকাদাদের বিরুদ্ধে। অভিযুক্তকে খোঁজা শুরু হয়েছে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরের কাজের ঠিকাদার আসরফ পাঁশকুড়ার রানিহাটির বাসিন্দা। তাঁর বাড়ি থেকে তিন কিলোমিটার দূরেই বাড়ি সেরাফতের। আসরফের অধীনে সেরাফত হায়দরাবাদে তিন বছর ধরে পাথরের কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মাস দু’য়েক আগে দেশের বাড়িতে পাঠানোর জন্য আসরফের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন সেরাফত। কথা দিয়েছিলেন, কাজ করে টাকা শোধ করে দেবেন। সবেবরাত উপলক্ষে সপ্তাহ দু’য়েক আগে পাঁশকুড়ায় আসেন আসরফ। তিন দিন আগে গ্রামে ফেরেন সেরাফতও। নিহতের স্ত্রী আলেমারা বিবির অভিযোগ, ‘‘শুক্রবার সকালে আমার স্বামী বেরিয়েছিলেন। বেলার দিকে আসরফ ফোন করে জানায়, সে আমার স্বামীকে রানিহাটির একটি ক্লাবে আটকে রেখেছে। টাকা নিয়ে দ্রুত সেখা‌নে যেতে বলে। স্বামীকে খুনের হুমকিও দেয়।’’ কিন্তু, টাকা নিয়ে যেতে পারেনি সেরাফতের পরিবার। দুপুর একটা নাগাদ সেরাফতের বাড়িতে এক পড়শি এসে দুঃসংবাদ দেন। সেরাফতের মায়ের অভিযোগ, ‘‘আসরফ আমার ছেলেকে পুড়িয়ে মারবে বলেছিল। কিন্তু সত্যিই যে ও এরকম করবে আমি ভাবতেও পারিনি।’’

ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন আসরফ। পলাতক পিন্টুও। আসরফের মা আয়েশা বিবির দাবি, ‘‘ঘটনার সময় ছেলে আমাকে নিয়ে পাঁশকুড়া স্টেশনে গিয়েছিল। সেখানেই জানতে পারে, সেরাফতকে ক্লাবে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে আসরফ সেখানে গিয়েছিল। তার পর কী হয়েছে জানি না। কিন্তু পাঁচ হাজার টাকার জন্য আমার ছেলে ওকে মারতে পারে না।’’ যে ক্লাবে সেরাফতকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ, সেটির সম্পাদক আবার তৃণমূল কাউন্সিলর আমজেদ আলি। তিনি বলেন, ‘‘ক্লাবের বাইরে সেরাফতকে মারধর করা হয়েছে বলে শুনেছিলাম। পরে ও কী ভাবে মারা গেল, জানি না।’’ কাউন্সিলরের দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং তাঁর ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতারের দাবিতে এ দিন সন্ধ্যা সাতটা থেকে আধ ঘণ্টা প্রতাপপুর বাংলো মোড়ে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম সমর্থকেরা। দলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির অভিযোগ, ‘‘খুনের ঘটনায় তৃণমূল আশ্রিত লোকেরাই জড়িত।’’ জেলা যুব তৃণমূল সভাপতি আনিসুর রহমানের বক্তব্য, ‘‘ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE