পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। সোমবার সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সাজা দিয়েছে। এর পাশাপাশি ৬০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লালুকে।
পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় লালুর বিরুদ্ধে এটিই ছিল পঞ্চম এবং চূড়ান্ত মামলা। ডোরান্ডা ট্রেজারি এই মামলাটিতে লালুর বিরুদ্ধে ১৩৯ কোটি ৩৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ এনে ছিল।
Fifth fodder scam case | CBI court in Ranchi sentences RJD leader Lalu Prasad Yadav to 5 years' imprisonment and imposes Rs 60 Lakh fine on him. pic.twitter.com/413701Rt5W
— ANI (@ANI) February 21, 2022
পশুখাদ্যের জন্য বরাদ্দ তহবিল থেকে অর্থ তছরুপের পঞ্চম মামলাটি ছিল ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত। সম্প্রতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ৭৫ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত। সোমবার তার শাস্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে।
রাষ্ট্রীয় জনতা দল প্রধান অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন।