আরজি করে আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট সিবিআই দফতর থেকে আনিয়ে পড়ে দেখতে পারবেন সন্দীপ ঘোষ-সহ অন্য অভিযুক্তেরা। তাঁদের সেই সময় দেওয়া হবে। শুক্রবার এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। সন্দীপদের চার্জশিট সংক্রান্ত প্রয়োজনীয় নথি দিতে হবে সিবিআইকে। আগামী মঙ্গলবার এই মামলা আবার শুনবে হাই কোর্ট।
আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ-সহ পাঁচ জনের নাম রয়েছে। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে সিবিআইকে। বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে চার্জ গঠন প্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন সন্দীপেরা। সিঙ্গল বেঞ্চে পর পর দু’বার সেই আর্জি খারিজ হওয়ার পর বৃহস্পতিবার মামলা যায় হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে। তাঁরা সিবিআইয়ের চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। জানান, অভিযুক্তদের প্রয়োজনীয় সময় দিতে হবে। এটা তাঁদের আইনি অধিকার।
আরও পড়ুন:
আদালত জানিয়েছে, সন্দীপ-সহ পাঁচ অভিযুক্তের আইনজীবীরা শনিবার এবং রবিবার সিবিআই দফতরে যাবেন। সেখান থেকে চার্জশিট সংক্রান্ত নথি নিয়ে আসবেন। ওই নথি পড়ে দেখার সময় পাবেন সন্দীপরা। নথি যে তাঁরা পেয়েছেন, নিম্ন আদালতকে তা জানাতে হবে। মঙ্গলবার হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উচ্চ আদালতকেও নথিপ্রাপ্তির বিষয়ে জানাতে হবে সন্দীপদের।
সন্দীপদের বিরুদ্ধে চার্জ গঠনের মামলায় সিবিআই তাড়াহুড়ো করছে, পর্যবেক্ষণ হাই কোর্টের। আদালতের মন্তব্য, ‘‘এই আদালতও চায় দ্রুত বিচার শুরু হোক। কিন্তু অভিযুক্তদের আইনি অধিকার দিতে হবে।’’ বৃহস্পতিবারও অনুরূপ মন্তব্য করেছিল আদালত। বিচারপতি জানিয়েছিলেন, অভিযুক্তকে সুযোগ না দিয়ে দ্রুত বিচার করে মামলা কবরে পাঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি চান না তিনি। সন্দীপরা চার্জশিটের নথি পড়ে দেখার সুযোগ পেয়েছেন, কিন্তু পর্যাপ্ত সময় পাননি। তাঁদের সেই সময় দিতে হবে। চার্জশিট জমা দেওয়ার পর চার্জ গঠনের আগে অভিযুক্তদের সর্বোচ্চ ৬০ দিন সময় পাওয়ার কথা।
আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপরা জানিয়েছিলেন, কয়েক হাজার পাতার চার্জশিট তাঁরা পড়ে দেখার সময়ই পাননি। এর মধ্যে সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, সাত দিনের মধ্যে চার্জগঠন প্রক্রিয়া শুরু করতে হবে। চার্জগঠন হওয়ার কথা আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। তার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপরা।