দু’দিনে পরপর তিন শরিক দলের সঙ্গে আলাদা বৈঠক ছিল। রাজ্য সম্পাদকদের অসুস্থতার কারণে তিন শরিক দলই সিপিএমের সঙ্গে বৈঠক স্থগিত রাখল! বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে সমঝোতার জন্য সব শরিককেই আসন ছাড়ার বার্তা দেওয়া হয়েছিল বামফ্রন্টে। তার পরে আসন ভাগাভাগির আলোচনা এ ভাবে ‘ধাক্কা’ খাওয়ায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে সিপিএমের অন্দরে।
বৃহত্তর লক্ষ্যের কথা মাথায় রেখে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য প্রত্যেক শরিক দলের নিজেদের ভাগ থেকে আসন ছাড়া নিয়ে সিপিএমের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। সূত্রের খবর, মঙ্গলবার ফরওয়ার্ড ব্লক ও সিপিআইয়ের সঙ্গে এবং বুধবার আরএসপি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা ছিল। কিন্তু তিন রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায় ও তপন হোড়ের শারীরিক অসুস্থতার কথা বলে তিন শরিক দলই বৈঠকে পিছিয়ে দিতে বলেছে। এর মধ্যে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে হাতে আর বেশি সময় নেই, এই সময়ে আসন ভাগ নিয়ে ‘টালবাহানা’য় ক্ষুব্ধ সিপিএমের একাংশ। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘ফেব্রুয়ারি মাসের শেষেই নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। সময় বেশি নেই, অনেক কিছু ঠিক করা বাকি। আমাদের জেলা নেতৃত্ব বারবার সিদ্ধান্ত জানতে চাইছেন। তেমন হলে আমাদের নিজস্ব আসনের তালিকা আগে তৈরি করে অন্যদের জানিয়ে দিতে হবে!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)