কেন্দ্র ও রাজ্য সরকারকে আর কোনও আবেদন-নিবেদন নয়। এ বার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নিজেদের মতো করে ‘দেশপ্রেম দিবস’ হিসাবেই রাজ্য জুড়ে পালন করবে বামফ্রন্ট। গত কয়েক বছর ধরেই নেতাজির জন্মদিনের আগে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণার দাবিতে দুই সরকারকে বামফ্রন্ট চিঠি পাঠিয়ে আসছে। এ বারও ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একই দাবিতে চিঠি দিয়েছিলেন। কিন্তু বামফ্রন্টের বৈঠকে বৃহস্পতিবার আলোচনার পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ‘‘এ বার আমরা আর চিঠি পাঠাচ্ছি না। কারণ, সরকার এই দাবি মানবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে মনে হচ্ছে।’’
প্রতি বছরের মতো রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে রেড রোডে গিয়ে নেতাজি মূর্তির পাদদেশে ২৩ তারিখের অনুষ্ঠান করবে বামফ্রন্ট এবং কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটি। যে কমিটির সভাপতি এখন ফ ব-র রাজ্য চেয়ারম্যান প্রাক্তন সাংসদ বরুণ মুখোপাধ্যায়। স্বাধীনতা দিবসের মতো এ বার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেও মানববন্ধন করবে বামফ্রন্ট। ধর্মনিরপেক্ষতা ও সংহতি রক্ষায় সে দিন সর্বত্র শপথবাক্যও পড়বে তারা।
বিজেপি-র রাজনীতির মোকাবিলায় বামফ্রন্ট যেমন প্রজাতন্ত্র দিবসে মানববন্ধনের কর্মসূচি নিয়েছে, তেমনই ডিওয়াইএফআই স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য সামনে আনার চেষ্টায় নেমেছে। তাদের দাবি, স্কুলের পাঠ্য ইতিহাস বইয়ে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম ‘অস্ত্রাগার লুণ্ঠনে’র পরিবর্তে ‘যুব বিদ্রোহ’ বলতে হবে। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগে আজ, শুক্রবার যখন বিবেকানন্দের জন্মদিন পালন হবে, সিপিএমের যুব সংগঠন সেই দিনটা স্মরণ করবে সূর্য সেনের ‘আত্মবলিদান দিবস’ হিসাবে।