ইরানে আমেরিকার হামলাকে নিন্দা করার সঙ্গেই এই ঘটনার আঁচ ভারতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করল পাঁচ বাম দল। সিপিএম, সিপিআই, সিপিআই (এম-এল) লিবারেশন, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক রবিবার যৌথ বিবৃতি দিয়ে বলেছে, ‘ইজ়রায়েল-আমেরিকার জোটের প্রকৃত উদ্দেশ্য ইরান ধ্বংস করে পশ্চিম এশিয়ায় সাম্রাজ্যবাদী আধিপত্য প্রতিষ্ঠা এবং বিশ্বের সম্পদের উপরে নিজেদের নিয়ন্ত্রণ তৈরি করা। সামরিক-শিল্প গোষ্ঠীর স্বার্থও জড়িত।’ সংঘাত পরিস্থিতিতে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির আর্থিক-সমস্যা হতে পারে বলেও মনে করছে বামেরা। তাদের তরফে এমএ বেবি, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য, মনোজ ভট্টাচার্য, জি দেবরাজনেরা বর্তমান পরিস্থিতিতে ভারত সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তাঁদের আহ্বান, ‘অবিলম্বে আমেরিকা ও ইজ়রায়েলপন্থী বিদেশনীতি ত্যাগ করে যুদ্ধ বন্ধের চেষ্টায় নিজেদের যুক্ত করতে হবে।’ একই বিষয়কে সামনে রেখে এ দিন ধর্মতলায় বিক্ষোভ দেখিয়েছে এসইউসি। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেছেন, “এটা শুধু ইরান নয়, এটা মানবজাতি ও বিশ্বশান্তির উপরে আক্রমণ।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)