Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজ্যপালের কাছে মহিলা প্রতিনিধিরা

নারী নিগ্রহের ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন নেত্রীরা।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৩৩
Share: Save:

পার্শ্ব-শিক্ষকদের প্রতি রাজ্য সরকারের ‘অমানবিক’ আচরণ এবং নানা জায়গায় বেড়ে চলা নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হলেন বাম মহিলা সমন্বয় কমিটির নেত্রীরা।

গণতান্ত্রিক মহিলা সমিতির কনীনিকা বসু ঘোষ, পশ্চিমবঙ্গ মহিলা সমিতির শ্যামশ্রী দাস, নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের সর্বাণী ভট্টাচার্য, অগ্রগামী মহিলা সমিতির ডলি রায়েরা বুধবার রাজ্যপালকে জানান, পার্শ্ব-শিক্ষকেরা তাঁদের বেতন কাঠামোয় ন্যায্য দাবি নিয়েই আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার অজস্র দিকে টাকা অপচয় করছে অথচ পার্শ্ব-শিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা মেটাতে চাইছে না। সমস্যার সমাধানে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশিই নারী নিগ্রহের ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন নেত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagdeep Dhankhar Para Teachers Crime Women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE