বিজেপির ‘লালবাজার অভিযান’-এর তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই কলকাতার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ইস্যু ছাড়াই গুন্ডামি চলছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিজেপি এবং বামেরা এখন পরস্পরকে টপকে যাওয়ার চেষ্টায় অশান্তির প্রতিযোগিতা শুরু করেছে বলেও মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন।
কলকাতার রাস্তায় যখন এ দিন বিজেপির আইন অমান্য চলছিল, তখন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সেরে বেরিয়ে যখন মমতা সাংবাদিকদের মুখোমুখি হন, ততক্ষণে বিজেপির কর্মসূচি প্রায় শেষ। কলকাতার পরিস্থিতি সম্পর্কে বিশদ খবরাখবর এবং ছবিও পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।