মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের উপরে নেই। সে কারণে দক্ষিণবঙ্গে কমেছে ঝড়বৃষ্টি। তবে থামেনি। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবার বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই রয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে সপ্তাহজুড়েই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পরে সোমবারও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। মঙ্গলবারও একই পূর্বাভাস রয়েছে দক্ষিণের সব জেলায়। তবে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত পাঁচ জেলায় চলবে দুর্যোগ। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। এই দুই জেলায় আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কোচবিহারে আগামী শুক্রবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।