Advertisement
E-Paper

মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল হবে: মমতা

দিল্লি যাওয়ার আগে সোমবার নিজের মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘দিল্লি যাচ্ছি। এখন হাতে সময় নেই। ফিরে একটা ছোট রদবদল করব মন্ত্রিসভায়।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৩:২৭
দায়িত্ব: শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়া দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাস। ছবি: বিশ্বনাথ বণিক

দায়িত্ব: শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়া দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাস। ছবি: বিশ্বনাথ বণিক

দিল্লি যাওয়ার আগে সোমবার নিজের মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘দিল্লি যাচ্ছি। এখন হাতে সময় নেই। ফিরে একটা ছোট রদবদল করব মন্ত্রিসভায়।’’

মুখ্যমন্ত্রী যে-অনুষ্ঠানে রদবদলের কথা বললেন, এ দিন সেখানেই এক দফা মিনি রদবদল হয়ে গেল মন্ত্রিসভার। রাজভবনে শপথ নিলেন দুই মন্ত্রী— উজ্জ্বল বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁদের শপথবাক্য পাঠ করান। উজ্জ্বলবাবু হলেন কারা দফতরের পূর্ণমন্ত্রী। চন্দ্রিমাদেবীকে করা হল স্বাস্থ্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ই-গর্ভন্যান্সেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এই দফতরটি মমতার হাতেই ছিল। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিল শশী পাঁজার হাতে।

এই ক্ষুদ্র রদবদলে স্বাস্থ্যের কারণে কারা দফতরের মন্ত্রিত্ব থেকে অবনী জোয়ারদারকে অব্যাহতি দেওয়া হল। দফতরহীন সদস্য হিসেবে তিনি থাকছেন মন্ত্রিসভায়। আর শশীদেবীর হাতে রইল শুধু নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর।

এ দিন যে-দু’জন শপথ নিলেন, তাঁরা দু’জনেই প্রথম পরিবর্তনের সরকারে মন্ত্রী ছিলেন। উজ্জ্বলবাবু ছিলেন কারিগরি দফতরের দায়িত্বে। পরে অতিরিক্ত দায়িত্ব পান খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের। সে-বার চন্দ্রিমাদেবী ছিলেন আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কিন্তু ২০১৬-র বিধানসভা নির্বাচনে দমদম (উত্তর) কেন্দ্র থেকে হেরে যাওয়ায় মন্ত্রিসভায় স্থান পাননি তিনি। আর কৃষ্ণনগর (দক্ষিণ) কেন্দ্রে জিতলেও উজ্জ্বলবাবু প্রথম পর্বে মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তবে কয়েক মাস ধরে ঘরোয়া আলোচনায় মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন, ওই দু’জনকেই মন্ত্রিসভায় ফেরত চান তিনি। তাই কাঁথি (দক্ষিণ) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চন্দ্রিমাদেবীকে জিতিয়ে আনেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Cabinet Ministry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy