কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে জনসভা শুরু করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করার পাশাপাশি বাংলার সরকার বদলানোর দাবিও জানিয়েছেন তিনি।
• ‘‘বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধের গ্যারান্টি। অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। তাই তৃণমূল অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না। কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে নিজের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’
• ‘‘মোদীর ‘স্বচ্ছ ভারত’কে ‘নির্মল বাংলা’ বলে চালানো হচ্ছে। মোদীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পকে ‘কন্যাশ্রী’ নামে চালানো হচ্ছে’’।
•‘‘সকাল ন’টায় লোকসভা ভোটের গণনা শুরু হবে, গণনা শুরুর পরেই দেখবেন, তৃণমূল সরকার চলে গিয়েছে’’।
• ‘‘সভায় বাধা দেওয়া হয়নি বলে গতকাল রাতে সরিয়ে দেওয়া হয়েছে এডিএমকে’’।
• এডিএম, ডিএমদের যে ভাবে বদলি করছেন, তাতে এমন দিন আসবে, যেদিন বাংলায় আর কোনও ডিএমই থাকবেন না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হুঁশিয়ারি অমিত শাহের।
•‘‘যত আটকানোর চেষ্টা হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা তত বেশি করে গ্রামে গ্রামে গিয়ে পদ্মফুলের বার্তা পৌঁছে দেবেন।’’
•‘‘বাংলার মাটি রাজনৈতিক নেতৃত্বের জন্ম দিয়েছে’’।
•‘‘চৈতন্য, মহাপ্রভু, রামকৃষ্ণের বাংলা ফিরিয়ে আনতে হবে’’।
• বাংলায় সরকার বদলানোর দাবি অমিত শাহের।
•কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে শুরু হল বিজেপি সভাপতির জনসভা।
দেখুন লাইভ ভিডিয়ো