Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ছন্দপতন ঠেকাতেই অভিষেক

আগামী ৩ এপ্রিল দিনহাটার সংহতি ময়দানে সভা করবেন অভিষেক। তার প্রচারও শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

প্রচার: কোচবিহােরর রাজারহাট-টাকাগাছে তৃণমূলের সভায় দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়। ছবি: হিমাংশুরঞ্জন দেব

প্রচার: কোচবিহােরর রাজারহাট-টাকাগাছে তৃণমূলের সভায় দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়। ছবি: হিমাংশুরঞ্জন দেব

নিজস্ব সংবাদদাতা 
কোচবিহার শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৬:২৪
Share: Save:

যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায় এবারে টিকিট পাননি। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী। এই দু’য়ের চাপে যাতে যুব সমাজের ভোটব্যাঙ্কে ছন্দপতন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে কোচবিহারের দিনহাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে জনসভা করানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

আগামী ৩ এপ্রিল দিনহাটার সংহতি ময়দানে সভা করবেন অভিষেক। তার প্রচারও শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়া ভিড় হবে। মানুষ তাঁর সভার জন্য অপেক্ষা করে রয়েছেন। শুধু যুব সমাজ নয়, সমস্ত স্তরের মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছেন।”

দিনহাটার একটি অংশে যে এবারে লড়াইটা একটু কঠিন তা আড়ালে-আবডালে স্বীকার করছেন তৃণমূলের অনেক নেতাই। দলীয় সূত্রের খবর, নিশীথের বাড়ি দিনহাটার ভেটাগুড়িতে। তিন মাস আগেও দিনহাটা এক নম্বর ব্লক-সহ আশপাশের একাধিক গ্রাম পঞ্চায়েতে তাঁর প্রভাব ছিল যথেষ্ট। গত পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতি ও একাধিক পঞ্চায়েত এলাকায় ঘাসফুলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দেন তিনি। ওই এলাকায় নির্দল হিসেবে দাঁড়ানো বিক্ষুব্ধ তৃণমূলের অনেক সদস্য জয়ী হয়। কয়েকটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে তৃণমূলকেও ছাপিয়ে যায় নির্দলরা। এখন সেই নিশীথ বিজেপিতে। তাঁর সঙ্গে কিছু নির্দল সদস্যও বিজেপিতে যোগ দিয়েছে। এই অবস্থায় দিনহাটার ওই অংশে বিজেপি থাবা বসাতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল।

যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়। তাঁর বাড়ি দিনহাটার কাছেই জিরানপুরে। দিনহাটায় পার্থপ্রতিমের প্রভাব রয়েছে। পার্থপ্রতিম অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দল যা সিদ্ধান্ত নিয়েছে, তিনি তার সঙ্গেই আছেন। এমনকী তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর হয়ে প্রচারও শুরু করেছেন তিনি। দলের মিটিং, মিছিল থেকে পথসভায় দেখা যাচ্ছে তাঁকে। যদিও পার্থপ্রতিমের অনুগামীদের একটি অংশের মধ্যে ক্ষোভ রয়েছে। দলীয় নেতৃত্ব সে বিষয়ে অবহিত। এই সবদিক চিন্তা করেই দিনহাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। ওই সভা থেকেই কী বার্তা দেন অভিষেক সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “তৃণমূলের কেউ বসে নেই। আর কারও কোথাও যাওয়ার প্রশ্ন নেই। দিনহাটা থেকে রেকর্ড ভোটে লিড পাবেন দলের প্রার্থী।”

বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, “এখন তৃণমূল হাজার সভা করেলেও কোনও লাভ হবে না। মানুষ বিজেপির পক্ষে রয়েছেন। তা ভোটেই প্রমাণ হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 TMC Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE