Advertisement
১৮ মে ২০২৪

শাহকে ‘চ্যালেঞ্জ’ অনুব্রতের

রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক সভায় অনুব্রতের বক্তব্য, ‘‘উনি পাগল। যা খুশি বলছেন। ওঁকে চ্যালেঞ্জ করছি, বীরভূম থেকে ভোটে লড়ুন। ৫ থেকে ৬ লক্ষ ভোটে হারাব।’’

 সভায় অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র

সভায় অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বুদবুদ শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০২:২৫
Share: Save:

অমিত শাহকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার আলিপুরদুয়ারে জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি শাহ দাবি করেছিলেন, বাংলায় তাঁদের লক্ষ্য ২৩টি আসন। রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক সভায় অনুব্রতের বক্তব্য, ‘‘উনি পাগল। যা খুশি বলছেন। ওঁকে চ্যালেঞ্জ করছি, বীরভূম থেকে ভোটে লড়ুন। ৫ থেকে ৬ লক্ষ ভোটে হারাব।’’

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত আউশগ্রাম-সহ পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভা এলাকায় দলের পর্যবেক্ষক। এ দিন আউশগ্রামের দেবশালায় দলের সভায় অনুব্রতের মন্তব্য, ‘‘বিরোধীদের জন্ডিস হয়েছে। তাই তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। তবে জন্ডিসের ওষুধ আছে। পরে বলে দেওয়া হবে।’’ এর পরেই তিনি অমিত শাহের বিরুদ্ধে সরব হন। অনুব্রত অভিযোগ করেন, কয়েক বছরে শাহের টাকা কয়েক গুণ বেড়ে গিয়েছে। কোথা থেকে এত টাকা এল তার জবাব দিতে হবে বলে তাঁর দাবি।

অনুব্রত অভিযোগ করেন, আদিবাসীরা দু’শো বছর ধরে জঙ্গলে বাস করছেন। কেন্দ্রীয় সরকার হঠাৎ জানাল, জঙ্গলে থাকা যাবে না। তাড়িয়ে দেওয়া হচ্ছে আদিবাসীদের। এ দিন বিজেপি-র সমালোচনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও বলেন তিনি। তাঁর কথায়, ‘‘আপনারা যা চেয়েছেন, তাই পেয়েছেন। যখন ডাকবেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পাবেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপির বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সভাপতি সন্দীপ নন্দীর প্রতিক্রিয়া, ‘‘অনুব্রত মণ্ডলের এমন চ্যালেঞ্জের থেকে হাস্যকর আর কিছু হয় না। ভোটের ফলাফলেই উনি এমন চ্যালেঞ্জের জবাব পেয়ে যাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE