Advertisement
১৮ মে ২০২৪

যুদ্ধে নেই, প্রচারে প্রবল বাসুদেব

টানা ন’বার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম সাংসদ বাসুদেব গত ভোটে তৃণমূলের মুনমুন সেনের কাছে হারেন। এ বারে আগেভাগেই নেতৃত্বকে বলেছিলেন, শরীর সায় দিচ্ছে না। ভোটে লড়তে চান না।

 পথে-পথে: রঘুনাথপুর ১ ব্লকের দুরমুট গ্রামে প্রচারে। ছবি: সঙ্গীত নাগ

পথে-পথে: রঘুনাথপুর ১ ব্লকের দুরমুট গ্রামে প্রচারে। ছবি: সঙ্গীত নাগ

শুভ্রপ্রকাশ মণ্ডল 
রঘুনাথপুর শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ০১:৫২
Share: Save:

তাপমাত্রা চল্লিশ ছুঁয়েছে। তিনি নিজে আটাত্তর ছুঁইছুঁই। দিনে চার বার ‘ইনসুলিন’ নিতে হয়। দৈনিকের তালিকায় এক গুচ্ছ ওষুধ। কিন্তু দলের প্রার্থীদের হয়ে ভোট-প্রচারে ক্লান্তি নেই সিপিএম নেতা বাসুদেব আচারিয়ার। তাঁর বিশ্বাস, পঞ্চায়েত ভোটে দলের নিচুতলার যে অংশ বিজেপিমুখী হয়েছিল, তারা আবার বামেদের দিকে ফেরত আসবে।

টানা ন’বার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম সাংসদ বাসুদেব গত ভোটে তৃণমূলের মুনমুন সেনের কাছে হারেন। এ বারে আগেভাগেই নেতৃত্বকে বলেছিলেন, শরীর সায় দিচ্ছে না। ভোটে লড়তে চান না। কারণ, গত বছর দুয়েকে বেশ কয়েক বার অসুস্থতার কারণে তাঁকে ভর্তি হতে হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালে। চিকিৎসার জন্য এখন নিয়মিত থাকেন হায়দরাবাদে। কিন্তু ভোট ঘোষণা হতেই ফিরেছেন জেলায়। পুরুলিয়ার আদ্রার পলাশকোলার বাড়িতে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির এই নেতা সেখান থেকেই গত এক মাস ধরে রোজ সকাল ৯টায় প্রচারে বেরোচ্ছেন। মিছিলে হাঁটছেন। যেখানে বিশ্রাম নিতে বসছেন, সেখানেও জমছে ভিড়।

প্রচার সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত ৯টা। সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় বলছেন, ‘‘অসুস্থ শরীরেও বাসুদা যে ভাবে গ্রামে-গ্রামে কর্মিসভা করছেন, সেটা এক কথায় অবিশ্বাস্য।”

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

দল সূত্রের খবর, গত বারের ভোটে বাসুদেববাবু চষে বেড়িয়েছিলেন দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল থেকে পুরুলিয়ার শিল্পাঞ্চল রঘুনাথপুর। এ বার তিনি প্রচারের জন্য দু’টি বিধানসভা এলাকা বেছেছেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা পুরুলিয়ার রঘুনাথপুর। আর পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কাশীপুর।

বাসুদেববাবু পরপর দু’বার লোকসভায় রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যান থাকাকালীন বাঁকুড়ায় একাধিক প্রকল্প শুরু হয়েছিল। পুরুলিয়ার রঘুনাথপুরে দলীয় অফিসে বসে সে কথা মনে করিয়ে বর্ষীয়ান এই নেতার টিপ্পনী, ‘‘আমাদের পরে, আমাদের শুরু করা সে সব প্রকল্প শেষ করার ব্যাপারে সংসদে কত বার প্রশ্ন করা হয়েছিল?’’ বাঁকুড়ার বিদায়ী সাংসদ মুনমুনকে লাগোয়া জেলার আসানসোলে প্রার্থী করেছে শাসক দল। ২০০৯ সালে বাঁকুড়া কেন্দ্রেই যাঁকে তিনি হারিয়েছিলেন, সেই সুব্রত মুখোপাধ্যায় ফের বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী। বাসুদেববাবুর কথায়, ‘‘লড়াইটা পুরোদস্তুর রাজনৈতিক। মানুষ দেখেছেন, গত আট বছরে তৃণমূলের শাসনে রাজ্যের কী অবস্থা হয়েছে।” প্রচারে বেরনোর আগে তাঁর সংযোজন: ‘‘তৃণমূলকে বিজেপি রুখতে পারে ভেবে আমাদের নিচুতলার লোকজন পঞ্চায়েত ভোটে বিজেপিকে সমর্থন করেছিলেন। ভুল ভাঙায় তাঁরা ঘরে ফিরছেন। এ বার বাঁকুড়ায় লড়াইটা আমাদের সঙ্গেই।’’

রাজ্যের অন্যতম প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অবশ্য বলছেন, ‘‘সিপিএমের রাজনৈতিক গুরুত্ব নেই। বাসুদেববাবু অসুস্থ শরীরে ছোটাছুটি করছেন। উনি নিজের খেয়ালটাও রাখুন, এটাই চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 CPM Basudeb Acharia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE