Advertisement
১৯ মে ২০২৪

ভয় পেয়েই হামলা, অভিযোগ কমিশনে

দাসপুর থানাতেই সোনা প্রতারণার মামলা হয়েছিল ভারতীর বিরুদ্ধে।

শনিবার রাতে আক্রান্ত ভারতীর গাড়ি। দাসপুরে। নিজস্ব চিত্র

শনিবার রাতে আক্রান্ত ভারতীর গাড়ি। দাসপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৪:১৫
Share: Save:

শুধু গাড়ি ভাঙচুর নয়, রাতের অন্ধকারে তাঁর নির্বাচনী এজেন্টকে মারধর, এমনকি তাঁকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শনিবার এই ঘটনার পরে রাতেই প্রাক্তন আইপিএস ভারতী তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি দাসপুর থানা-সহ জেলা প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়।

এই ঘটনায় রবিবারই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বুবাই রায় এলাকায় তৃণমূল সমর্থক হিসেবেই পরিচিত। রবিবার ধৃতকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “একটা ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দাসপুর থানাতেই সোনা প্রতারণার মামলা হয়েছিল ভারতীর বিরুদ্ধে। ঘাটালের বিজেপি প্রার্থী হওয়ার পরে তাই দাসপুরকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রাক্তন আইপিএস। প্রচারের প্রথম দিনই তিনি এসেছিলেন ঘাটালের এই এলাকায়। শনিবার সকাল থেকে দাসপুরের নন্দনপুর ও সড়বেড়িয়া পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন ভারতী। সকালের দিকে তেমোহানি, তিলন্দ, নিজামপুর, বিহারীচক, ধর্মায় প্রচার সারেন তিনি। বিকেলে কাঁকদাড়ি, ধর্মসাগর হয়ে তিনি পৌঁছন জয়কৃষ্ণপুরে। প্রচার সেরে ফেরার পথে রাত দশটা নাগাদ জয়কৃষ্ণপুরেই তৃণমূল কর্মী-সমর্থকেরা ভারতীর গাড়ি আটকে দেন, প্রার্থী ও তাঁর এজেন্টকে নিগৃহীত করা হয় বলে অভিযোগ।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

লিখিত অভিযোগে ভারতী জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতা সুনীল ভৌমিকের নির্দেশে শেখ মোক্তার, নাসির, নান আলি ও বুবাই রায়-সহ জনা পনেরো তৃণমূল কর্মী তাঁর গাড়িতে হামলা চালায়। রবিবারও দাসপুরে এসেছিলেন ভারতী। তাঁর দাবি, “তৃণমূল ভয় পেয়েই আক্রমণাত্মক হয়ে উঠেছে। আমাকে হেনস্থা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, দলীয় কর্মীদের আটকে মারধরও করেছে।” একই সুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপিকে তৃণমূল ভয় পাচ্ছে। আগে আমার গাড়ি ভেঙেছিল। কোচবিহারে নিশীথের (নিশীথ প্রামাণিক, বিজেপি প্রার্থী) গাড়ি ভেঙেছিল। এ বার ভারতী ঘোষের গাড়ি ভেঙেছে।’’

তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। রবিবার সবংয়ে প্রচারে গিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘শুনলাম ভারতীদির গাড়ি ভাঙচুর হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের দলের কেউ এতে জড়িত নয়। আমরা ভাঙচুর, মারামারির রাজনীতি করি না।’’ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির আবার কটাক্ষ, “ছোট একটা প্রাণী আছে। তাঁকে মেরে তৃণমূল হাত গন্ধ করবে কেন?” অজিতের আরও ব্যাখ্যা, ‘‘ক’দিন আগে তো বিজেপির লোকেরাই ভারতী ঘোষের বিরুদ্ধে পোস্টার দিয়েছিল। সাধারণ মানুষও ওঁর কীর্তিকলাপের বিরুদ্ধে সরব। আসলে কেউই, এমনকি বিজেপি সমর্থকেরাও ওঁকে আর সহ্য করতে পারছেন না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE