প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তৎপরতা তুঙ্গে। খুব শীঘ্রই ঘোষণা হয়ে যেতে পারে ২০১৯-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। দিল্লির নির্বাচন কমিশন অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক শুরু হয়েছে। নিরাপত্তার দিকটি সব থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি রাজ্যে কতগুলি স্পর্শকাতর বুথে রয়েছে তার একটি তালিকা তৈরির প্রক্রিয়া শেষের দিকে। সেই তালিকা অনুযায়ী কোন রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দরকার, তা ঠিক করা হবে।
এ বারের লোকসভা নির্বাচনে প্রতিটি ইভিএম মেশিনের সঙ্গেই থাকছে ভিভি প্যাট। ফলে যিনি ভোট দিচ্ছেন, তিনি দেখে নিতে পারবেন, সঠিক জায়গায় ভোট পড়ল কি না। সুষ্ঠু নির্বাচন এবং স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে বলে কমিশন সূত্রে বলা হচ্ছে।
রাজনৈতিক দলগুলি প্রায়শই অভিযোগ করে থাকে, ইভিএমে কারচুপি হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, কোনও রকম ভাবেই ইভিএমে কারচুপি করা সম্ভব নয়। ভোটারদের মনেও যাতে কোনও রকম সন্দেহের অবকাশ না থাকে, সে কারণেই এ বছর সমস্ত ইভিএমের সঙ্গে ভিভি প্যাট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।