জেলাশাসক ও এসপি-সহ জেলার একাধিক পুলিশ আধিকারিক শাসক দল, তৃণমূলের হয়ে কাজ করছেন। তাঁদের বদলি করা না হলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না। সম্প্রতি কয়েক দফায় নির্বাচন কমিশনে এমনই অভিযোগ করেছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। সোমবার তাঁর সুরেই রাজ্যের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অভিযোগ করল কংগ্রেসের প্রতিনিধি দল। এ দিন বিকেলে বিবেক হেলিকপ্টারে বহরমপুরে আসেন।
রাজ্য নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে রাজ্য সরকারই। জাতীয় নির্বাচন কমিশনের আর্জিতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রের খবর। সূত্রের দাবি, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিষয়ে অনুরোধ করেছিল রাজ্য স্বরাষ্ট্র দফতরকে। তার পরেই বিবেক কুমারের জন্য হেলিকপ্টার ভাড়ার ব্যবস্থা করে দফতর। কপ্টারের জন্য যাবতীয় খরচ মেটাবে রাজ্য সরকারই।
প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘গোটা ভোটপর্বের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।’’ প্রসঙ্গত, অতীতে ভোটে মাওবাদী সমস্যার কারণে জঙ্গলমহলের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছিল রাজ্য। কিন্তু পর্যবেক্ষকের জন্য এমন ব্যবস্থা অতীতে কখনও করা হয়েছে কি না, তা মনে করতে পারছেন না প্রবীণ আধিকারিকদের অনেকেই। তবে আধিকারিকদের কেউ কেউ এ-ও জানাচ্ছেন, বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে যে হেতু বিবেক দুবেকে ভোটপর্বে গোটা রাজ্য ঘুরে বেড়াতে হবে, সময়ের সঙ্গে পাল্লা দিতে হলে পরিবহণের এই মাধ্যম ছাড়া চলত না।