অভূতপূর্ব ও নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একটি নির্দেশনামা জারি করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির প্রধান রাজীব কুমারকে তাঁদের পদ থেকে সরিয়ে দিল কমিশন। সেই সঙ্গে সপ্তম দফার ভোটে ন’টি কেন্দ্রে প্রচার শেষের সময়সীমা শুক্রবার বিকেল পাঁচটার পরিবর্তে আজ, বৃহস্পতিবার রাত দশটায় এগিয়ে আনা হল। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ প্রয়োগ করে প্রচারের সময় ছাঁটার নজির এ রাজ্যে তো বটেই, গোটা দেশের কোথাও আছে কি না মনে করতে পারছে না রাজনৈতিক মহল। কমিশন সূত্রেও বলা হচ্ছে, এমন পদক্ষেপ সম্ভবত এই প্রথম। কী রয়েছে ৩২৪ অনুচ্ছেদে?
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ মেনে পশ্চিমবঙ্গে ভোট প্রচারের সময় ছাঁটা অভূতপূর্ব ও নজিরবিহীন সিদ্ধান্ত।
• সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে সংসদ, বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।
• ১৯৭৭ সালের মহেন্দ্র সিংহ গিল বনাম মুখ্য নির্বাচন কমিশনার মামলায় রায় অনুযায়ী, ‘‘সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে কমিশনকে প্রচুর কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেগুলি মূলত প্রশাসনিক। তবে সামান্য হলেও বিচার বা আইন সংক্রান্ত দায়িত্বও কমিশনের রয়েছে।’’