Advertisement
২৮ মার্চ ২০২৩
Lopamudra Mitra

Lopamudra Mitra: আমাকে বলেছিল, কিন্তু শ্রীকান্ত-ইন্দ্রনীলদের মতো রিমেক করিনি, ‘না’ বলে দিয়েছিলাম: লোপামুদ্রা

গায়িকা বলেন, ‘‘আমি আমার জায়গা, আমার ভাষা নিয়ে, আমার গান নিয়ে ভীষণ গর্বিত। আমার কোনও দিন মনে হয়নি বম্বে গিয়ে একটু ট্রাই করি। আমি এখানে ভীষণ খুশি।’’

লোপামুদ্রে মিত্র

লোপামুদ্রে মিত্র ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১১:১১
Share: Save:

তাঁর কোনও দিনই ‘বম্বের গায়িকা’ হয়ে ওঠার ইচ্ছে হয়নি। শুধু তাই নয়, ‘রিমেক’ প্রবাহের যুগে সমসাময়িক-সতীর্থ শ্রীকান্ত আচার্য থেকে শুরু করে ইন্দ্রনীল সেনরা গা ভাসালেও তিনি বরাবর এ সবের থেকে দূরে থেকেছেন। শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভ অনুষ্ঠানে এ কথাই জানালেন গায়িকা লোপামুদ্রা মিত্র।

Advertisement

তৎকালীন রেকর্ডিং সংস্থা ‘এইচএমভি’-র সঙ্গে রিমেক গানে কাজ করার সুযোগ এসেছিল লোপামুদ্রার কাছে। কিন্তু তিনি ‘না’ বলে দিয়েছিলেন। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, রিমেক তিনি করবেন না। গায়িকার কথায়, ‘‘আমাদের একটা সময় ছিল। আমরা আদর্শ করতে পেরেছিলাম সুমনদা (কবীর সুমন)-কে, নচিদা (নচিকেতা চক্রবর্তী)-কে, অঞ্জনদা (অঞ্জন দত্ত)-কে। আমার প্রথম অ্যালবাম ‘বেণীমাধব’ হিট করেছিল। কিন্তু সুমনদা, নচিদার অ্যালবাম যে পরিমাণে বিক্রি হয়েছিল, আমার অ্যালবাম সেই পরিমাণে বিক্রি হয়নি। সেই সময় এইচএমভি আমায় রিমেক করার জন্য বলেছিল। কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, গাইতে হলে নিজের গানই গাইব। সেটা করতে হলে করুন, না হলে করতে হবে না।’’

কিন্তু ওই একই সময় বাংলা গানের জগতে উঠে এসেছিলেন শ্রীকান্ত এবং ইন্দ্রনীলদের মতো গায়কেরা। লোপামুদ্রা বলেন, ‘‘আমরা একই সময়ে কাজ করা শুরু করেছি। কিন্তু আমি প্রথম থেকেই স্থির করেছিলাম, রিমেক করব না। বেসিক গান করব। নিজের গান করব।’’

লোপামুদ্রার কথায়, ‘‘আমি আমার জায়গা, আমার ভাষা নিয়ে, আমার গান নিয়ে ভীষণ গর্বিত। আমার কোনও দিন মনে হয়নি বম্বে গিয়ে একটু ট্রাই করি। আমি এখানে ভীষণ খুশি। আমি যখন মঞ্চে গান গাই, মানুষের সঙ্গে কথা বলি, আমি যে কী আনন্দ পাই বলে বোঝাতে পারব না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.