ট্যুর প্ল্যানার
স্বাধীন ভাবে আপনিই নিজের ঘোরার পরিকল্পনা করুন। বিমান, রেল, গাড়ি, হোটেল হুকিংয়ের পাশাপাশি কোথায় কোথায় ঘুরবেন, কী করবেন— সব কিছুই গুছিয়ে দিতে রয়েছে ট্রিপইট, হিপমাঙ্ক, ট্রিপ অ্যাডভাইজারের মতো অ্যাপ্স।
বুকিং মাস্টার
সব থেকে কম খরচে ফ্লাইট বুকিং করতে চান? চোখ রাখতে পারেন স্কাই স্ক্যানার বা হুমারের মতো অ্যাপসে। কয়েক সেকেন্ডে বিভিন্ন ফ্লাইট রেট তুলনা করে দেবে।
থাকবেন কোথায়
ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এয়ারবিএনবি, হোটেল টু নাইট, উই হস্টেলস-এর মতো অ্যাপ। থাকার খরচ কমাতে ‘হোস্ট’ খুঁজতে পারেন ‘কাউচসার্ফিং’-এও।
প্যাকিং গুরু
ঘুরতে গেলে কী কী প্যাক করবেন, কী ভুলে যাচ্ছেন— পরামর্শ দিতে রয়েছে ‘প্যাক পয়েন্ট’।
ঘুরতে গিয়ে
যেখানে যাবেন বলে ঠিক করেছেন, সেখানকার যাবতীয় খুঁটিনাটি জানতে পারেন ‘ট্রাভেলবাডি’তে।
জরুরি কিছু
ঘুরতে গিয়ে গাড়ির তেল ফুরিয়ে গিয়েছে? কাছাকাছি পাম্প স্টেশন খুঁজে নিন ‘গ্যাস বাডি’তে। বৈদেশিক মুদ্রার রেট জেনে নিন ‘এক্সই কারেন্সি’র মতো অ্যাপে।