Advertisement
১৬ জুন ২০২৪
mamata banerjee

‘ভাইপো’র পাল্টা, মমতার নিশানায় এ বার শাহ-পুত্র

বিজেপির ‘পিসি-ভাইপো’ কটাক্ষের জবাবে এ বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ০৭:০৯
Share: Save:

বিজেপির ‘পিসি-ভাইপো’ কটাক্ষের জবাবে এ বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রী ও তাঁর সাংসদ ভাইপো অভিষেককে ‘পিসি-ভাইপো’ বলে উল্লেখ করে দুর্নীতির অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার জবাবেই এ দিন কলকাতায় একটি সভায় শাহের উদ্দেশে মমতা পাল্টা বলেন, ‘‘আপনার ছেলের এত টাকা হল কী করে? এই প্রশ্নের উত্তরটা আগে দিন।’’ সেই সঙ্গেই শাহকে তাঁর চ্যালেঞ্জ, ‘‘আমি টাকা খেয়েছি প্রমাণ করুন। না হলে পদত্যাগ করন।’’

তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি-সহ বিরোধীদের দুর্নীতির অভিযোগ নতুন নয়। মমতা ও অভিষেককে বিঁধতে ‘পিসি-ভাইপো’ বলে বিভিন্ন সময় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ দিনও কোচবিহারে দলের ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির সূচনা করে

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, ‘‘এই যাত্রা ‘পিসি-ভাইপো’র দুর্নীতি সমাপ্ত করার যাত্রা।’’ সেই প্রসঙ্গেই শাহের অভিযোগ, ‘‘মোদী সরকার জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ আর মমতার সরকার ভাইপোর কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। ওঁর একটাই ভাবনা কখন ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন।’’

এই অভিযোগের জবাবে মমতা এ দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘কিছু না বললে আমাকে দুর্বল ভাবে। টাকা কি মোদীজি দিচ্ছেন? নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন!’’ কেন্দ্রের বরাদ্দ অর্থ যে রাজ্যের প্রাপ্য তা বুঝিয়ে মমতার বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকার রাজ্যের সরকারকে টাকা দেয়। হাজার হাজার কোটি টাকা এখান থেকে কর নিয়ে যাচ্ছে।’’

রাজ্যে দলীয় কর্মসূচিতে শাহ যেমন নানা প্রসঙ্গে মমতাকে আক্রমণ করেছেন ঠিকই তেমনই তাঁর সম্পর্কেও সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী। তবে শাহের ছেলেকে আক্রমণে যে তাঁকে বাধ্য করা হয়েছে তা বোঝাতে মমতা বলেন, ‘‘ক্রিয়া হলে প্রতিক্রিয়া হবে। সৌজন্য একতরফা হয় না।’’ শাহ সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘শরীরী ভাষা, কদর্য ভাষা, দৈত্যের মতো আচরণ— এ সব এক জন স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায়। না। দিদি এমনিতে ভাল কিন্তু ধাক্কা মারলে ভেঙে গুঁড়িয়ে যাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata banerjee Jay Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE