Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Rajeev Kumar

ধর্নার মঞ্চে মমতার পাশে আরজেডি-ডিএমকে, মঞ্চে তেজস্বী-কানিমোঝি

বৈঠকের পর মন্ত্রীরা বিধানসভায় যান। সেখানে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। 

পুলিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে পুলিশ কমিশনার রাজীব কুমার। —নিজস্ব চিত্র

পুলিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে পুলিশ কমিশনার রাজীব কুমার। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩
Share: Save:

মমতার ধর্নামঞ্চে এসে সমর্থন জানালেন তেজস্বী যাদব এবং কানিমোঝি। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন আরজেডি নেতা তেজস্বী এবং ডিএমকে নেত্রী কানিমোঝি। তেজস্বী বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আর যাঁরাই বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, তাঁদের বিরুদ্ধেই সিবিআই-ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে। মমতার পাশে দাঁড়াতে লালুপুত্রের আহ্বান, ‘‘বিজেপির এই প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সবার একজোট হওয়া উচিত।’’

মমতা ধর্নায় বসার পরেই ডিএমকে নেতা স্টালিন টুইট করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। আর সোমবার সরাসরি ধর্নামঞ্চে চলে এলেন দলের নেত্রী কানিমোঝি। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের পাশে দাঁড়াতেই কলকাতায় এসেছেন। বিজেপি ফ্যাসিস্ট সরকার। শুধুমাত্র ক্ষমতার জন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে মোদী সরকার। এর বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। দেশের মানুষের নিজের নিজের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কারও নেই।’’

কলকাতা পুলিশের পুরস্কার প্রদান অনুষ্ঠানও হয়ে উঠল কেন্দ্র সরকার এবং বিজেপিকে তোপ দাগার মঞ্চ। পাশপাশি রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন ফের ঘোষণা করলেন, যাঁরা সৎ ভাবে কাজ করেন, তাঁদের হেনস্থা করলে তিনি প্রতিবাদ করবেন। কোনও ওয়ারেন্ট ছাড়া পুলিশ কমিশনারের বাড়িতে যাওয়া নিয়ে মমতার বক্তব্য, কোনও ওয়ারেন্ট ছাড়াই পুলিশ কমিশনারের বাড়িতে গিয়েছিল সিবিআই আধিকারিকরা। পুলিশের পুরস্কার মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি, ‘‘কী করবে আমার? ৩৫৫, ৩৫৬? আমাদেরও ১৪৪ ধারা আছে।’’

৮ ফেব্রুয়ারির পরেও চলবে ধর্না। তবে ৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার জন্য ধর্নামঞ্চে মাইক বাজবে না। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, ধর্না চলাকালীন অন্য কোথাও যাবেন না। সরকার বা দলের কোনও কর্মসূচিও বাতিল করা হবে না। শুধুমাত্র হুগলিতে একটি কর্মসূচিতে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা পরে করা হবে। তিনি বলেন, ‘‘সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত অধিকার খর্ব করা হচ্ছে। সারা দেশ থেকে এই আন্দোলনে সমর্থন জানানো হয়েছে। যাঁরা গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোয় বিশ্বাস করেন, তাঁরাই এই আন্দোলনে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। এটা কোনও একার আন্দোলন নয়।’’

রবিবার রাত ৮টা ৪০ মিনিট থেকে এখনও পর্যন্ত ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্না মঞ্চের পিছনেই রয়েছে কলকাতা পুলিশের একটি আউটপোস্ট। সেখানেই মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রায় আধ ঘণ্টার বৈঠকে মূলত আলোচনা হয় বাজেট নিয়ে। বিধানসভায় অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার অনুমতি নিতে হয়। সেই জন্যই এই বৈঠক।

বৈঠকের পর মন্ত্রীরা বিধানসভায় যান। সেখানে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তার আগে এই ধর্না মঞ্চ থেকেই কৃষক সমাবেশে ভিডিয়ো কনফারেন্সে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি করছে মোদী সরকার। নোট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে মোদী সরকার।

তিনি এ দিন আরও বলেন, রাজ্য সরকার সমবায় ব্যাঙ্ককে উন্নত করেছে। এর ফলে কৃষকরা উপকৃত হবেন। চাষিদের জন্য ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কৃষকদের টাকা দিচ্ছে রাজ্য।

মমতার বক্তব্য

• আমরা লালুজি, রাব়ড়িজিকে কৃতজ্ঞতা জানাই।

• তেজস্বী, কানিমোঝি অনেক দূর থেকে এসেছেন

• আমরা আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করি

• ওই চেয়ারে বসে আপনার এটা করা উচিত নয়

• কখনও কেজরীওয়াল, কখনও মায়াবতী, কখনও অখিলেশের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন

• চেয়ারের মর্যাদা রাখা উচিত, মোদীকে উদ্দেশ্য করে বললেন মমতা

• আমাদের একটাই লক্ষ্য, আমরা চাই, দেশকে বাঁচাতে চাইলে মোদীকে সরাতে হবে

• সব রাজনৈতিক দলের একজোট হওয়া উচিত

• আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই

• কী হবে আমার? ৩৫৬ ধারা? আমাদের কাছেও ১৪৪ ধারা আছে

• আমি রাস্তায় দাঁড়িয়ে লড়াই করবই

• পুলিশ অফিসাররা বললেন, আপনার আসার দরকার নেই

• কিন্তু আমি বললাম আমি যাবই, লড়াই করব

• কোনও রকম কোনও ওয়ারেন্ট নেই, আপনি চলে গেলেন কমিশনারের বাড়ি?

• রাজীব কুমার চোর? কার টাকা নিয়েছে? প্রশ্ন মমতার

• শ্যামল সেন কমিশন গঠন করে মানুষের টাকা ফেরত দিচ্ছিলাম

• আমরাই চিট ফান্ডের তদন্তে সিট গঠন করেছিলাম

• চিট ফান্ডে আমরা কেউ দোষী নই, চিট ফান্ড ১৯৮০ সাল থেকে চলছে

• রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে ব্যক্তিগত ভাবে এক জন অফিসারের পিছনে অন্য জনকে লেলিয়ে দেওয়া হচ্ছে

• গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার জন্য আমার রাগ আছে

• কেউ দোষী না হলেও তাঁকে হেনস্থা করা হলে আমি প্রতিবাদ করব

• যাঁরা রাজ্যের আইনশৃঙ্খলা নেই বলে চিৎকার করেন, তাঁদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া উচিত

• পুজোয় একটা ছোট্ট দুর্ঘটনাও ঘটেনি

• কলকাতা ও রাজ্য জুড়ে প্রচুর পুজো হয়, সেই পুজোয় নিরাপত্তার কাজ করেন পুলিশ কর্মীরা

• পুলিশে ৯৯ শতাংশ ভাল কর্মী

• উৎসব অনুষ্ঠানে আমরা যখন আনন্দ করি, তখন তাঁরা ডিউটি করেন

• অনেক কষ্ট করেও পুলিশ কর্মীরা কর্তব্য পালন করেন

• পুলিশকর্মীরা আমাদের সম্পদ, আমরা তাঁদের জন্য গর্বিত

• কলকাতা পুলিশের অনুষ্ঠানে বক্তব্য মুখ্যমন্ত্রীর

• ধর্মতলায় শুরু হল কলতাতা পুলিশের অনুষ্ঠান

• ৮ ফেব্রুয়ারির পরও ধর্না চলবে, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

• তবে ৯ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই মাইক বাজানো হবে না

• কোনও কর্মসূচি বাতিল করা হবে না

• সাংবিধানিক, ব্যক্তিগত অধিকারে খর্ব করা হচ্ছে

• আইন আইনের পথে চলবে, আইনি ভাবে কোনও কিছু করলে আমরা বাধা দিই না

• আমরা আইন মেনে চলি

• সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোয় যাঁরা বিশ্বাস করেন, তাঁরাই সমর্থন করেছেন

• এই আন্দোলনে সারা দেশ থেকে সমর্থন এসেছে

• ধর্না মঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কানিমোঝি বললেন

• ধর্নার শেষ পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব

• ডিএমকে এবং আমাদের দলের সমর্থন জানাতেই এখানে এসেছি

• আমরা বিরোধীরা সবাই একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব

• কর্মসংস্থানের কোনও দিশা আছে বাজেটে ?

• বাজেটে কী করেছে, কৃষকদের জন্য কিছু করেছে, শ্রমিকদের জন্য কিছু করেছে?

• কারও অধিকার নেই নিজের ধর্ম পালনে বাধা দেওয়া

• সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় প্রতিষ্ঠান সবাইকে কাজে লাগাচ্ছে

• ক্ষমতায় থাকার লোভেই এই সব করছে বিজেপি

• বিজেপি ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে ক্ষমতাচ্যূত করতে হবে

• কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে

• বিজেপি যাতে এ রাজ্যে একটাও আসন না পায়, সেটা নিশ্চিত করতে হবে

• আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে এসেছি

যা বললেন তেজস্বী

• সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার চেষ্টা করছে মোদী সরকার

• মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করেছেন, তাতে সবার সমর্থন দেওয়া উচিত

• কোনও প্রমাণ নেই, তবু কমিশনারের বাড়িতে সিবিআই

• দেশকে বাঁচান, দেশ তখনই বাঁচবে, যদি বিজেপিকে তাড়ানো যায়

• আমার বাবা লালুপ্রসাদ কখনও এই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করেননি, তাই তিনি আজ জেলে

• এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা

• মোদীর এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ

• আমাদের পরিবারের সবার বিরুদ্ধে সিবিআই-ইডি লাগিয়ে দিয়েছে

সোমবার দিনভর যা হল ধর্নায়

• মমতার পাশে রাষ্ট্রীয় জনতা দল (আরএলডি)। ধর্মতলায় ধর্নামঞ্চে যোগ দিলেন তেজস্বী যাদব

• কলকাতায় এলেন কানিমোঝি, মমতার ধর্না মঞ্চে যোগ দেবেন ডিএমকে নেত্রী

• আগামিকাল ধর্নামঞ্চে আসছে গোর্খা জনমুক্তি মোর্চার একটি প্রতিনিধি দল, নেতৃত্বে থাকবেন বিনয় তামাং, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আন্দোলনে সমর্থন জানাবেন তাঁরা

• আজই আসতে পারেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল

• ধর্না মঞ্চে এলেন কবি জয় গোস্বামীর নেতৃত্বে বিদ্দজ্জনরা

• সিবিআই-কলকাতা পুলিশ সংঘাত নিয়ে প্রেস বিবৃতি জারি সিপিআইএমএল (লিবারেশন)-এর। সিবিআই-কে কাজে লাগিয়ে তদন্তের নামে মোদী সরকারের ষড়যন্ত্র, অভিযোগ দলের।

• ধর্না চত্বরে মন্ত্রিসভার বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী

• সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে মমতার ধর্নামঞ্চে কিরণময় নন্দ

• ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর দফতরের কাজকর্মও সারছেন মমতা

• গতকাল রাত ৮.৪০ মিনিট থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

• সিবিআই আধিকারিকরা তদন্তের জন্য পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যাওয়া ঘিরেই সংঘাতের সূত্রপাত

• রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়ি থেকেই ধর্নার ঘোষণা করেন মমতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE