বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকেই সেটা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কাজে গতি আনতে দিল্লিতেই বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে পারেন তিনি। তৃণমূল সূত্রে খবর, আগামী ২৮ জুলাই বঙ্গভবনে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে। ২৬ জুলাই দিল্লি যাওয়ার কথা মমতার। তার আগে শুক্রবার দিল্লিতে দলীয় সাংসদরা তাঁকে সর্বভারতীয় তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মনোনীত করেছেন। শনিবার জানা গেল,বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে পারেন মমতা।