Advertisement
E-Paper

মহানন্দার চর দখল নিয়ে উদ্বেগ মমতার

বুধবার উত্তরকন্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই মহানন্দার চর দখল নিয়ে পুলিশ থেকে শুরু করে সেচ দফতরকেও কড়া অবস্থান নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৩:২২
রুদ্ধ: মহানন্দার নদীর চর দখল করে গড়ে উঠেছে বাড়ি, দোকান। নিজস্ব চিত্র 

রুদ্ধ: মহানন্দার নদীর চর দখল করে গড়ে উঠেছে বাড়ি, দোকান। নিজস্ব চিত্র 

উত্তরকন্যায় বৈঠকে মহানন্দার চর দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার উত্তরকন্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই মহানন্দার চর দখল নিয়ে পুলিশ থেকে শুরু করে সেচ দফতরকেও কড়া অবস্থান নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কী চলছে? যাঁরা চর দখল করছেন তাঁরা নিজেরাও ডুববেন, অন্যদেরও ডোবাবেন। সেচ দফতরের সচিব এই বিষয়টির উপর নজর দিন।’’ মহানন্দার চর দখল করলে তার প্রভাব যে বন্যা নিয়ন্ত্রণের উপর পড়বে সে কথাও উল্লেখ করেন তিনি।

শিলিগুড়ি শহরের উপর দিয়ে বয়ে চলা মহানন্দা নদীর চর থেকে নিয়মিত অবৈধভাবে বালি তোলা হয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি নদীর চর দখল করে নির্মাণকাজ চলছে একাধিক জায়গায়। কিন্তু সেচ দফতর এসব রুখতে কোনও ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের। বাম আমল থেকেই এই শহরে চর দখলের প্রবণতা চলেছে বলে অভিযোগ শহরবাসীর।

তৃণমূলের দার্জিলিং জেলার নেত্রী জ্যোৎস্না আগরওয়াল চর দখল রুখতে একাধিকবার পথে নেমেছেন বলে দাবি শহরবাসীর একাংশের। চর দখল রুখতে মহানন্দা বাঁচাও কমিটি গড়া হয়েছে। অনেক সময়ে দখলে বাধাও দেওয়া হয়েছে। কিন্তু শিলিগুড়িতে মহানন্দার চর দখলের প্রবণতা কমেনি বলে দাবি জ্যোৎস্নাদেবীর।

শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রামভজন মাহাতোর ওয়ার্ড মহানন্দা নদীর গা ঘেঁষেই। সেই এলাকাতেও নদীর চর এলাকা দখল করে গড়ে উঠেছে বসতবাড়ি থেকে দোকানপাট। বাসিন্দাদের অভিযোগ, নদীর চর দখল করে তা চড়া দামে বিক্রি করার একটি চক্র দীর্ঘ দিন ধরেই সক্রিয় হয়েছে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়।

শহরের বাইরে ফুলবাড়িতেও মহানন্দার চর দখল করে বিক্রির অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডও মহানন্দার ধার ঘেঁষে। সেখানেও মহানন্দার চরে প্লট তৈরি করে কংক্রিটের নির্মাণ বানিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে দীর্ঘ দিন ধরে। কাওয়াখালি এলাকাতেও নদীর চর দখল করে বাড়িগড়ে তোলার অভিযোগ উঠেছে বারবার।

Mahananda River Illegal Grabbing Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy