জেলায় জেলায় তৃণমূল কর্মী খুন নিয়ে পুলিশের ভূমিকায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জেলাশাসক এবং পুলিশ সুপারদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই তাঁর এই বার্তা ছিল।নির্দিষ্ট করে কাউকে কিছু না বললেও, সূত্রের দাবি থানাগুলি এবং গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত, এর মধ্যে একাধিক তৃণমূল নেতা খুন হয়েছেন বিভিন্ন জেলায়। এর নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করে থাকতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খোলা রাখতে হবে চোখ-কান। গোয়েন্দা তথ্য জোগাড় করে আগামপদক্ষেপ করতে হবে। থানাগুলি ঠিক ভাবে পরিচালিতহচ্ছে কি না, পুলিশ সুপারদের সে ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে প্রত্যেককে।
প্রসঙ্গত, বাঁকুড়া জেলার সোনামুখীর চকাই গ্রামে সোমবার রাতেই বাড়ি ফেরার পথে গুলিতে খুন হন তৃণমূলের বুথের আহ্বায়ক সেকেন্দার খান (৪৯)। তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ, তাঁর তিন ছেলে-সহ ছ’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন নিহতের স্ত্রী আমিনা বিবি। নাসিমকে না পেলেও পুলিশ তাঁর দুই ছেলে হাসিম শেখ ও ইব্রাহিম শেখকে মঙ্গলবার গ্রেফতার করেছে। বিষ্ণুপুর আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়। গত মার্চ মাসে সেকেন্দারের বিরুদ্ধে নাসিমকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল। সেকেন্দার জেল খেটে জামিনে ছাড়া পান।বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, “পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে।’’ আমিনার দাবি, ‘‘পাড়ায় সমাধান কর্মসূচিতে ১০ লক্ষ টাকায় কী কাজ করবেন তা নিয়ে স্বামী সকলের সঙ্গে আলোচনা করেছিলেন। নাসিমের তা পছন্দ হয়নি।’’ যদিও তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের দাবি, নাসিম তৃণমূলে কোনও দিন ছিলেন না।
অন্য দিকে, এ দিন মমতার আরও নির্দেশ, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি ঠিক ভাবে পরিচালনা করতে হবে। উঠে আসা সমস্যার সমাধান করতে হবে দ্রুত। সকলকে দায়িত্ব নিয়ে, সমন্বয় করে কাজ করতে হবে। মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)