Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শাহর কপ্টার নিয়ে বিতর্ক, বিজেপিকে জবাব মমতার

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘এই অভিযোগ ঠিক নয়। হেলিপ্যাডের জায়গা বদলের বিষয়টি নতুন বা অস্বাভাবিক কিছু নয়। আইশৃঙ্খলা বা নিরাপত্তার স্বার্থে পুলিশ এটা বলতেই পারে। আমাকেও অনেক সময় বলা হয়। জায়গা বদল করতে হয় আমাকেও।’’

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০০:৫৭
Share: Save:

অমিত শাহের রাজ্য সফরে এবার হেলিকপ্টার বিতর্ক। সংঘাতে রাজ্য সরকার ও বিজেপি। মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

আজ মঙ্গলবার বাগডোগরা থেকে হেলিকপ্টারে মালদহে পৌছনর কথা শাহর। সেখানেই সভা। সোমবার বিজেপি অভিযোগ করে, মালদহ বিমানবন্দর সংলগ্ন হেলিপ্যাডে তাঁকে নামার অনুমতি দেওয়া হয়নি। তারপর স্থানীয় একটি হোটেলের হেলিপ্যাডে তাঁর নামার ব্যবস্থা করা হচ্ছে।

এ সম্পর্কে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘এই অভিযোগ ঠিক নয়। হেলিপ্যাডের জায়গা বদলের বিষয়টি নতুন বা অস্বাভাবিক কিছু নয়। আইশৃঙ্খলা বা নিরাপত্তার স্বার্থে পুলিশ এটা বলতেই পারে। আমাকেও অনেক সময় বলা হয়। জায়গা বদল করতে হয় আমাকেও।’’ বিজেপি নেতৃত্ব অবশ্য এই ব্যাখ্যা মানতে নারাজ। বরং দলের কেন্দ্রীয় সভাপতির সফর ঘিরে শুরু এই বিতর্কের জন্য রাজ্যের শাসক শিবিরের ‘রাজনৈতিক উদ্দেশ্য’ আছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। তাঁর কথায়, ‘‘মমতাদিদি ভয় পেয়েছেন। তাই তার সরকার সব কর্মসূচিতে বাধা তৈরির চেষ্টা করছে।’’

শুধু তিনিই নন, এ নিয়ে রাজ্য সরকাকে আক্রমণ করেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বাংলায় বিজেপি সভাপতির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করে তিনিও বলেন, ‘‘ক্ষমতার অপব্যবহার করে বিজেপি সভাপতির কপ্টার নামায় বাধা তৈরি করতে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, ‘‘আমরা বিজেপি নই। সভার জন্য সব অনুমতিই দেওয়া হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ভুল তথ্য প্রচার করা হচ্ছে। জেড প্লাস নিরাপত্তা নিয়ে কোনও আপস করা যায় না।’’

মালদহ বিমানবন্দরের ম্যানেজার অরবিন্দ সাহা জানিয়েছেন, ‘‘বালি, পাথর দিয়ে এখানে রানওয়ে তৈরির কাজ চলছে। তাই দু’সপ্তাহ কপ্টার পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Amit Shah BJP TMC Public Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE