Advertisement
১৯ মে ২০২৪

মমতার লেখা ও সুরারোপিত গানের সিডি প্রকাশ পেল

শুক্রবার নজরুল মঞ্চে রাজ্য সরকারের ‘অনুরোধের আসর’ অনুষ্ঠানে এর উদ্বোধন করেন দ্বিজেন মুখোপাধ্যায়।। মুখ্যমন্ত্রী জানান, ‘স্বর্ণযুগের গান’ ফিরিয়ে আনতে রাজ্যের উদ্যোগেই শনি ও রবিবার দু’টি টেলিভিশন চ্যানেলে ফিরবে ‘অনুরোধের আসর’।

ছবি: রণজিৎ নন্দী।

ছবি: রণজিৎ নন্দী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০৩:০৫
Share: Save:

প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরারোপিত গানের সিডি ‘মাতৃ মা’। শুক্রবার নজরুল মঞ্চে রাজ্য সরকারের ‘অনুরোধের আসর’ অনুষ্ঠানে এর উদ্বোধন করেন দ্বিজেন মুখোপাধ্যায়।। মুখ্যমন্ত্রী জানান, ‘স্বর্ণযুগের গান’ ফিরিয়ে আনতে রাজ্যের উদ্যোগেই শনি ও রবিবার দু’টি টেলিভিশন চ্যানেলে ফিরবে ‘অনুরোধের আসর’। এ দিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় ঘোষণা করেন, আরও ১ লক্ষ লোকশিল্পীকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তাঁরা গ্রামে গ্রামে গান গেয়ে সরকারি প্রকল্প প্রচার করবেন। বর্তমানে ৮২ হাজার শিল্পীকে ওই ভাতা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রী। ছবি: রণজিৎ নন্দী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE